ফেনীতে গণহত্যা মামলায় আরো ৪ আসামি গ্রেফতার
- ফেনী অফিস
- ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০১
ফেনী শহরের মহিপালে ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে ছাত্র-জনতা হত্যার দায়ে পৃথক চার মামলায় এজাহারভুক্ত আরো চার আসামিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রোববার (২২ সেপ্টেম্বর) তাদেরকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
ফেনী মডেল থানা সূত্র জানায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) শহরের শাহীন অ্যাকাডেমি সড়কের সুরমা মঞ্জিলে অভিযান চালায়। এ সময় ছাগলনাইয়া আবদুল হক চৌধুরী ডিগ্রি কলেজের ছাত্র মাহবুবুল হক মাসুম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ১৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন অমি (২৪), দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সরোয়ার জাহান মাসুদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আরাফাত হোসেন ভূঁইয়াকে (৩০) গ্রেফতার করা হয়। আরাফাত সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর এলাকার আবু আহমদ ভূঁইয়ার ছেলে।
এদিকে ট্রাংক রোডে টমটম চালক জাফর আহম্মদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আবু তাহেরকে গ্রেফতার করা হয়েছে। তাহের সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের উত্তর ফাজিলপুর শিবপুর এলাকার নুরুল ইসলামের ছেলে। কাশিমপুর এলাকার ওয়াকিল আহমেদ শিহাব হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছাগলনাইয়া পৌর শহরের বাঁশপাড়া এলাকা থেকে আবদুল হাইয়ের ছেলে নুরুল ইসলাম বাচ্চুকে (৪৮) গ্রেফতার করেন পুলিশ।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, চারজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা