ফটিকছড়িতে বন্যার্তদের পুনর্বাসনে সহায়তা দিলো সেনাবাহিনী
- মোবারক হোসেন, ফটিকছড়ি (চট্টগ্রাম)
- ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০৬
চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার পাঁচটি ইউনিয়নে বন্যার্তদের পুনর্বাসন সহায়তা দিয়েছে লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার ৬০টি পরিবারকে ওই সহায়তা দেয়া হয়।
জানা গেছে, বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলায় সেনাসদস্যদের উদ্যোগে বন্যার্তদের পুনর্বাসন কার্যক্রম পরিদর্শনে যান গুইমারা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম। এ সময় ৬০টি বন্যার্ত পরিবারকে কৃষিপণ্য সার ও বীজ, বাসস্থান নির্মাণের জন্য টিন, অসহায় নারীদের সেলাই মেশিন ও গবাদিপশু দেয়া হয়।
এ সময় ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম বলেন, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা কমে গেলেও বন্যাদুর্গত মানুষরা এখনো তাদের ক্ষতি কাটিয়ে উঠতে পারেননি। এই উপজেলায় বন্যাদুর্গতের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রেখেছে গুইমারা রিজিয়নের লক্ষ্মীছড়ি জোনের সেনা সদস্যরা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা