১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`
চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

কুতুবদিয়া ঘাট পারাপারের ইজারা বাতিল করে সরকারি নিয়ন্ত্রণ দাবি

-

কুতুবদিয়া সমিতি চট্টগ্রামের সভাপতি ডা: এ কে এম ফজলুল হক বলেছেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের আইন মোতাবেক কুতুবদিয়ার ঘাট পরিচালনা করা হোক। ঘাটের বিষয়ে বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরে তিনি বলেন, বিভিন্ন সরকারি দফতর থেকে বিচ্ছিন্নভাবে ঘাট পরিচালনা না করে সরাসরি মন্ত্রণালয়ের মাধ্যমে ঘাট পরিচালনা করা হোক।
গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে ঘাট সংস্কারের দাবিতে কুতুবদিয়া ছাত্র-জনতা আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওই সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মাওলানা মনিরুল মান্নান, কুতুবদিয়া সমিতির সাধারণ সম্পাদক মুজিবুল হক সিদ্দিকী বাচ্চু, কুতুব শরিফ দরবারের মহাপরিচালক মো: শরীফ, উপকূলীয় উন্নয়ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আকবর খান প্রমুখ।

সেখানে ছাত্র প্রতিনিধি, কুতুবদিয়ার বিশিষ্ট নাগরিকসহ উপস্থিত ছিলেন কুতুবদিয়ার সাধারণ ছাত্র-জনতা। সম্মেলনের শুরুতে ছাত্র প্রতিনিধিরা ঘাট সংস্কার আন্দোলনের বিভিন্ন বিষয় এবং তাদের লিখিত বক্তব্য তুলে ধরেন। পরে প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন সংগঠনের বিশিষ্ট নাগরিকরা।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মনিরুল মান্নান জানান, নৌ পারাপারের সময় নৌকায় যথেষ্ট নিরাপত্তা দেয়া হয় না। যার দরুন যাত্রীবাহী নৌকায় ঘটতে পারে চরম দুর্ঘটনা। প্রশ্নের জবাবে ছাত্র প্রতিনিধি বলেন, ডিসি অফিসে সমস্যা সমাধান না হলে আমরা মন্ত্রণালয় বরাবর যাবো। প্রয়োজনে সর্বোচ্চ আদালতে যাবো। প্রসঙ্গত, দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় পারাপারের একমাত্র পথ পেকুয়ার মগনামা ঘাট।

 


আরো সংবাদ



premium cement
ইলিশ শিকারে নিষেধাজ্ঞার সময় ভারতের সাথে সমন্বয়ের দাবিতে জেলেদের পিটিয়ে হত্যার ঘটনায় তিন ছাত্রকে পুলিশে সোপর্দ ঢাবি কর্তৃপক্ষের ঢাবিতে পিটিয়ে মারা তোফাজ্জলের পাথরঘাটার বাড়িতে শোকের মাতম আরো ৩ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি মশা নিধন কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে পদক্ষেপ নেয়া হচ্ছে : ডিএনসিসির সিইও পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবি শ্রীনগরে ছাত্র আন্দোলনে হামলাকারী ও হুমকিদাতাদের বিচার দাবি বাংলাদেশ থেকে অর্থ পাচার : যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের প্রতি যে আহ্বান জানালো টিআইবি ইবির খালেদা হলে আবারো আগুন সাগর-রুনি হত্যার বিচারের প্রাথমিক স্তর পরিষ্কার করা দরকার : শামসুজ্জামান দুদু প্রতিটি মানুষের আস্থার ঠিকানা ইসলামী ব্যাংক

সকল