বন্যাকবলিত কৃষকদের জন্য বিনামূল্যে কৃষি প্রশিক্ষণ
- শেকৃবি প্রতিনিধি
- ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
বন্যাকবলিত এলাকায় কৃষি পুনর্গঠনে কৃষকদের প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে ডিজিটাল প্ল্যাটফর্ম ই-কৃষি ক্লিনিক। ইতোমধ্যে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর অনলাইন প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
ই-কৃষি ক্লিনিকের কো-ফাউন্ডার কৃষিবিদ মো: মমিন সরকার বলেন, এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১৪ লাখ কৃষক। ইতোমধ্যে বীজ, চারা দিয়ে সহযোগিতার বিভিন্ন উদ্যোগ নিয়েছে অনেকে। তবে চারা থেকে ফসল উৎপাদন আরো চ্যালেঞ্জিং। তাই বন্যাপরবর্তী কৃষি পুনর্গঠনে কৃষকদের জন্য ১ দিনের বিনামূল্যে অনলাইন কৃষি প্রশিক্ষণের আয়োজন করেছি আমরা। এতে থাকবে ধানসহ বিভিন্ন সবজি। রোগ, পোকামাকড় দমনসহ সঠিক জাত নির্বাচন, পরিচর্যা পদ্ধতি শেখানো হবে। যাতে চারা নষ্ট না হয় এবং ভালো ফলন নিশ্চিত হয়।
তিনি আরো বলেন, আমরা ই-কৃষি ক্লিনিকের ৪র্থ বর্ষ পূর্তিতে ৪ শ’ কৃষক, কৃষি উদ্যোক্তাকে নিয়ে এ প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছি। যাতে সবাই সহজে যেকোনো জায়গা থেকে যুক্ত হতে পারে, আমরা অনলাইনে তাদের এ প্রশিক্ষণ প্রদান করব। কৃষকরা ঘরে বসে মোবাইলের মাধ্যমে এ প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন। আগামী ১৭ সেপ্টম্বর রাত ৮টায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণ প্রদানে থাকবে দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষক।
ই-কৃষি ক্লিনিকের চিফ এডভাইজার এবং শেকৃবির উদ্যানতত্ত্ব বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাসনাত মো: সোলায়মান বলেন, বন্যায় দেশের কৃষির এ ক্ষতি পুষিয়ে নিতে সবাইকে এগিয়ে আসতে হবে। ইতোমধ্যে বীজ, চারা, সার, কীটনাশকসহ বিভিন্ন উপকরণ দিয়ে সরকারি পর্যায় থেকে ব্যক্তি পর্যায়ে অনেকে সহযোগিতা করছেন। তবে ফসল ফলাতে সঠিক পরিচর্যাসহ আরো যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, এ ট্রেনিংয়ের মাধ্যমে তা কৃষকরা শিখতে পারবেন। আশা করি মাঠে ভালো ফলন নিশ্চিত করতে এ উদ্যোগ কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করবে।
এ প্রশিক্ষণে অংশগ্রহণ করতে আগ্রহীদের রেজিস্ট্রেশন করতে হবে। ১৬ সেপ্টেম্বর পর্যন্ত রেজিষ্ট্রেশন চলবে। ই-কৃষি ক্লিনিক অফিসিয়াল ফেসবুক পেইজে মেসেজ করে সহজেই রেজিস্ট্রেশন করতে পারবেন তারা।
উল্লেখ্য, প্রযুক্তিনির্ভর কৃষি, সঠিক কৃষি পরামর্শ ও ফসলের চিকিৎসাসেবা নিশ্চিত করতে একদল তরুণ কৃষিবিদের হাত ধরে ২০২০ সালে যাত্রা শুরু করে ই-কৃষি ক্লিনিক। নিরাপদ ফসল উৎপাদন, দক্ষ কৃষক ও কৃষি উদ্যোক্তা গড়ে তুলতে কাজ করে যাচ্ছে তারা। ইতোমধ্যে ১০ হাজারের বেশি কৃষি পরামর্শ, ৬ শ’ জনকে প্রশিক্ষণ প্রদান করেছে ই-কৃষি ক্লিনিক।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা