ইসলামী ব্যাংকের ১৪০০ কোটি টাকা ঋণ খেলাপি আনসারুল গ্রেফতার
- চট্টগ্রাম ব্যুরো
- ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের ফুফাতো ভাই আনসারুল আলম চৌধুরীকে দুবাইয়ে পালিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টায় তাকে আটক করা হয়।
আনসারুল আলম চৌধুরী রাউজান উপজেলার কোয়েপাড়ার মফিজুল আলম চৌধুরীর সন্তান। তিনি মেসার্স আনসার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী।
ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক মোহাম্মদ তাহইয়াতুল ইসলাম বলেন, ‘আনসারুল সোমবার সকাল সাড়ে ৮টায় ইউএস বাংলার একটি ফ্লাইটে দুবাই যাওয়ার জন্য শাহ আমানত বিমানবন্দরে আসেন। ঋণখেলাপি সাইফুল আলমের সাথে সম্পৃক্ততা থাকায় পুলিশ তাকে আটক করে।’
তিনি আরো জানান, ইসলামী ব্যাংকের চাক্তাই শাখায় আনসারুলের এক হাজার ৪০০ কোটি টাকারও বেশি ঋণ রয়েছে বলে ইমিগ্রেশন পুলিশ জানতে পেরেছে। তাকে আটকের পর পতেঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।