০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩০, ২০ জমাদিউস সানি ১৪৪৫
`

পুঁজিবাজার হারিয়েছে ৩ হাজার কোটি টাকার বেশি মূলধন

সাপ্তাহিক পর্যালোচনা
-


গত সপ্তাহ (১৮-২২ আগস্ট) ছিল পূর্ণ কার্যদিবস। সপ্তাহজুড়ে গড় লেনদেন আগের সপ্তাহের তুলনায় অর্ধেকের বেশি কমেছে। এ সময়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তিন হাজার কোটি টাকার বেশি মূলধন হারিয়েছে; অর্থাৎ গত সপ্তাহে ডিএসই বাজার মূলধন কমেছে তিন হাজার ২৮৯ কোটি ছয় লাখ ৮০ হাজার টাকা বা ৫১.৩০ শতাংশ। একই সাথে ডিএসইর সবগুলো সূচকে ঋণাত্মক পরিবর্তন দেখা যায়। পাশাপাশি টাকার অঙ্কেও লেনদেন কমেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জের (সিএসই) একই অবস্থা বিরাজ করেছে।

সূত্র মতে, সপ্তাহজুড়ে প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৬২৪ কোটি ৪১ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল এক হাজার ২৮২ কোটি ২২ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৫১ দশমিক ৩০ শতাংশ বা ৬৫৭ কোটি ৮১ লাখ টাকা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২০৩.৯২ পয়েন্ট বা ৩.৪৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৯৯.৯২ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ৪৫.৬৪ পয়েন্ট বা ৩.৬১ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ২১৯.০৮ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৮৮.৭৬ পয়েন্ট বা ৪.০৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ৯০.৫৯ পয়েন্টে।

এ ছাড়া ডিএসএমইএক্স সূচক ৫৮.৪২ পয়েন্ট বা ৪.৫২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৩৩.৩৫ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩২টি, কমেছে ৩৫৭টি এবং অপরিবর্তিত রয়েছে ৫টি প্রতিষ্ঠানের। বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯৮কোটি ৭০ লাখ ৪০ হাজার শেয়ার ছয় লাখ ৫৮ হাজার ৮১৮ বার হাতবদল হয়। টাকার অঙ্কে যার বাজার মূল্য দাঁড়িয়েছে তিন হাজার ১২২ কোটি পাঁচ লাখ ২০ হাজার টাকা। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ছয় হাজার ৪১১ কোটি ১২ লাখ ৮০ হাজার টাকার; অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে তিন হাজার ২৮৯ কোটি ছয় লাখ ৮০ হাজার টাকা বা ৫১.৩০ শতাংশ।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল সাত লাখ আট হাজার ৯৬৪ কোটি ৪০ লাখ ৪০ হাজার টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৯২ হাজার ৮৩১ কোটি ৮০ লাখ ৯০ হাজার টাকায়; অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ১৬ হাজার ১৩২ কোটি ৫৯ লাখ ৫০ হাজার টাকা বা ২.২৮ শতাংশ।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৫৩.৫২ পয়েন্ট বা ৩.৮৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৩১.৫৬ পয়েন্টে। সিএসইর অপর সূচক সিএসসিএক্স ৩৯৩.৯২ পয়েন্ট বা ৩.৮৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯ হাজার ৮৬৫.১৬ পয়েন্টে। অপর দু’টি সূচকের মধ্যে সিএসই-৫০ সূচক ৪২.৫৮ পয়েন্ট বা ৩.৪০ শতাংশ এবং সিএসআই সূচক ৪২.৮৯ পয়েন্ট বা ৩.৯৬ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ২১০.৩৯ পয়েন্টে এবং ৩৮.৯৯ পয়েন্টে। এ ছাড়া সিএসই-৩০ সূচক ৪১৬.৭১ পয়েন্ট বা ৩.১২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৯১৫.৩৭ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩০০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৮টি, কমেছে ২৬০টি ও অপরিবর্তিত রয়েছে ১২টির। সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫১ কোটি ৮০ লাখ ৩৫ হাজার ১১৭ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৯৫ কোটি দুই লাখ ১৩ হাজার ৮২০ টাকার; অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৪৩ কোটি ২১ লাখ ৭৮ হাজার ৭০২ টাকা বা ৪৫.৪৮ শতাংশ।
ডিএসইতে পিই রেশিও কমেছে : গত সপ্তাহে ডিএসইতে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে ৪.৩১ শতাংশ। সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১১.৬১ পয়েন্ট। সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১১.১১ পয়েন্টে। ফলে, সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও কমেছে ০.৫০ পয়েন্ট বা ৪.৩১ শতাংশ।

এর আগের সপ্তাহের (১১ থেকে ১৫ আগস্ট) শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১১.৪২ পয়েন্ট। সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১১.৬১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.১৯ পয়েন্ট বা ১.৬৬ শতাংশ।
খাতভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে ব্যাংক খাতে ৬.৩২ পয়েন্টে, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৮.৮১ পয়েন্টে, পাট খাতে ১২.১৯ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১২.৭১ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১২.৭৯ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১৩.৪৭ পয়েন্টে, সিমেন্ট খাতে ১৩.৪৭ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ১৩.৬০ পয়েন্ট, টেক্সটাইল খাতে ১৪.১৬ পয়েন্টে, প্রকৌশল খাতে ১৪.৯১ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ১৫.৯৪ পয়েন্ট, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ১৬.৮৩ পয়েন্টে, আর্থিক খাতে ১৭.৩৭ পয়েন্টে, পেপার ও প্রিন্টিং খাতে ১৮.৫৪ পয়েন্টে, আইটি খাতে ১৮.৮১ পয়েন্টে, ট্যানারি খাতে ১৯.০৭ পয়েন্টে, মিউচুয়াল ফান্ড খাতে ২৩.৬০ পয়েন্টে, বিবিধ খাতে ২৭.৯৫ পয়েন্টে ও সিরামিক খাতে ১১৭.২৪ পয়েন্টে অবস্থান করছে।

সপ্তাহজুড়ে ব্লক লেনদেন ৯৭ কোটি টাকা
গত সপ্তাহে ডিএসইতে ব্লক মার্কেটে ১০ কোম্পানির লেনদেন হয়েছে ৯৭ কোটি চার লাখ ৯০ হাজার টাকা।
কোম্পানিগুলো হলো- সিটি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, বিএটিবিসি, ব্র্যাক ব্যাংক, গ্রামীণফোন, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সোস্যাল ইসলামী ব্যাংক, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ও ইউসিবি।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে ব্লক মার্কেটে এই ১০ কোম্পানির মোট ৯৭ কোটি চার লাখ ৯০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি সিটি ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে কোম্পানিটির ২৭ কোটি ৮৬ লাখ ৫০ হাজার টাকা। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ২৪ টাকা।

দ্বিতীয় সর্বোচ্চ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ১৩ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১৩ টাকা ৪০ পয়সা।
তৃতীয় সর্বোচ্চ বিএটিবিসির ১১ কোটি ৬৩ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৪০৯ টাকা ৮০ পয়সা।
সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য সাতটি কোম্পানির মধ্যে ব্র্যাক ব্যাংকের আট কোটি ৭০ লাখ ৮০ হাজার টাকা, গ্রামীণফোনের আট কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকা, প্রগতী লাইফ ইন্স্যুরেন্সের আট কোটি ১৪ লাখ টাকা, সোস্যাল ইসলামী ব্যাংকের পাঁচ কোটি ৪০ লাখ ৪০ হাজার টাকা, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের পাঁচ কোটি ২৪ লাখ ৪০ হাজার টাকা, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের চার কোটি ৫৮ লাখ ৪০ হাজার টাকা এবং ইউসিবির তিন কোটি ১৫ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।


আরো সংবাদ



premium cement
সিরাজ সিকদার-আবু সাইদ হত্যা একই সূত্রে গাঁথা : রাশেদ প্রধান আন্দোলনে আহত রাতুলকে আর্থিক সহায়তা দিলো বিজিবি গাবতলীতে দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ বিএসএমএমইউ পরিচালকের পদত্যাগে আলটিমেটাম রাবিতে পোষ্য কোটা বাতিল কবরস্থানে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার ২০২৫ সেশনের জন্য ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি গঠন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কচির পদ স্থগিত দুই জেলায় বিএনপির কমিটি বিলুপ্ত, একটিতে স্থগিত সঠিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে পরিবেশগত ছাড়পত্র দেয়া হবে : পরিবেশ উপদেষ্টা রোববারের মধ্যে বাংলাদেশ-ভারতে আটক জেলে প্রত্যাবাসন প্রক্রিয়া শেষ হবে

সকল