২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বুয়েট গ্র্যাজুয়েটস ক্লাবে লাফার্জহোলসিমের সেমিনার

-

লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড এবং বাংলাদেশ প্রফেশনাল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি রাজধানীর বনানীতে অবস্থিত বুয়েটের গ্র্যাজুয়েটস ক্লাবে ‘ডিটারমিনেশন অ্যান্ড চ্যালেঞ্জেস অব পাইল ক্যাপাসিটি ইন লিকুইফাইয়েবল সয়েল’ শিরোনামে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে নরম মাটিতে টেকসই অবকাঠামো নির্মাণ সমাধান বিষয়ে আলোকপাত করা হয়। বুয়েটের প্রাক্তন অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং নরম মাটিতে নির্মাণ কাজে স্ট্রাকচারাল ডিজাইনে আবশ্যকীয় পরিবর্তনগুলো তুলে ধরেন।

মূল প্রবন্ধ উপস্থাপন শেষে একটি বিশেষ প্যানেল ডিসকাশনে অংশ নেন রাজউক এর প্রধান প্রকৌশলী ড. আব্দুল লতিফ হেলালী, বুয়েটের প্রাক্তন অধ্যাপক ড. ফখরুল আমিন, এমআইএসটি’র অধ্যাপক লে. কর্নেল খন্দকার শাকিল আহমেদ, বুয়েটের প্রাক্তন অধ্যাপক মাইনুল ইসলাম এবং ইন্টার স্পেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল হোসেন চৌধুরী।
লাফার্জহোলসিমের পক্ষে টেকসই নির্মাণে কোম্পানির উদ্যোগ ও পণ্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন কোম্পানির হেড অব টেকনিক্যাল সার্ভিসেস ফখরুদ্দীন মোহাম্মদ খান।
সেমিনারে লাফার্জহোলসিমের লজিস্টিকস অ্যান্ড প্রকিউরমেন্ট ডিরেক্টর মোহাম্মদ মাহফুজুল হক, হেড অব হেলথ, সেফটি অ্যান্ড ইনভায়রনমেন্ট আব্দুল মতিন, ঢাকার রিজিওনাল সেলস ম্যানেজার আনোয়ার হোসেন এবং ডিজিএম বিজনেস ডেভেলপমেন্ট ফারজানা এহসান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement