১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩০, ১৪ রবিউস সানি ১৪৪৬
`

পতনের পথে হাঁটা পুঁজিবাজার ক্রেতা সঙ্কটে ও অস্থিরতায়

-

- ৬৬ শতাংশ বিক্রির চাপ, ক্রেতা সঙ্কটে পুঁজিবাজার
- ৭৫ শতাংশ কোম্পানি দর পতনে

টানা পতনের বৃত্তে আবার দেশের পুঁজিবাজার। পতনের কারণে আবার অস্থিরতায় দেশের পুঁজিবাজার। বাজারপরিস্থিতি খারাপ হওয়ার কারণে বিক্রির চাপ বেড়েছে। ডিএসইতে ৫৫ শতাংশ বিক্রেতা থাকলেও বিক্রির চাপ ছিল ৬৬ শতাংশ। শুরুতেই বড় বিনিয়োগকারীদের বড় বড় সেল প্রেসার দেখা যায়। লেনদেনের শুরুতেই অন্তত দুই ডজনের বেশি কোম্পানির শেয়ার সর্বনিম্ন দামে ক্রেতাশূন্য করে ফেলা হয়। লেনদেনে টাকার পরিমাণ ও শেয়ারের সংখ্যাও কমেছে। আগের দিনের তুলনায় গতকাল ডিএসইর বাজারমূলধন কমেছে ০.২৩ শতাংশ। দিনের লেনদেন ও ডিএসইর দেয়া তথ্য থেকে জানা গেছে, লেনদেনের ৩৬ মিনিটের মাথায় ডিএসইর তিনটি সূচকই সর্বনি¤েœ নেমে আসে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় আড়াই ঘণ্টা পর ১২.৩১ মিনিটে বেড়ে পাঁচ হাজার ৫১১.৫১ পয়েন্টে উঠে আসে। অন্য সূচকদেরও একই পরিস্থিতি ছিল প্রথম ত্রিশ মিনিটের সময়। আড়াই ঘণ্টার লেনদেনের পর এসব বেড়েছে। লেনদেনের সময় যত বাড়ছিল, ক্রেতাশূন্য কোম্পানির সংখ্যাও তত বাড়ছিল। এক পর্যায়ে লেনদেন হওয়া প্রতিষ্ঠানের অর্ধেকের বেশি প্রতিষ্ঠান ক্রেতা সঙ্কটে ভুগতেছিল। যদিও মাঝে মাঝে অবস্থার কিছুটা উন্নতি দেখা গেছে।
দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) গত বৃহস্পতিবারের চেয়ে সূচক ২৩.৯৯ পয়েন্ট হারিয়ে ৫ হাজার ৪৮২.৭৯ পয়েন্টে, ডিএসই-৩০ মূল্য সূচক ৫.২৪ পয়েন্ট হারিয়ে এক হাজার ৯৩৭.১১ পয়েন্টে এবং শরিয়াহ সূচক (ডিএসইএস) ৪.৮৩ পয়েন্ট হারিয়ে এক হাজার ২০২.৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ৭০টির, কমেছে ২৯৭টির বা ৭৪.৮১ শতাংশ এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ার। গতকাল উত্থান-পতনে মোট ৩৯৭টি কো¤পানির ১৮ কোটি ৫৪ লাখ ৮৮ হাজার ৪৩৯টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। যার গতকালের বাজারমূল্য ছিল ৬২২ কোটি ২৫ লাখ ৮৪ হাজার ৫৫৮ টাকা।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষে থাকা দশ কো¤পানি হলো : তৌফিকা ফুড, অগ্নি সিস্টেম, বিচ হ্যাচারি, স্যালভো কেমিক্যাল, সি পার্ল, ওআইম্যাক্স, সোনালি পেপার, হাইডেলবার্গ সিমেন্ট, আফতাব অটোস ও ইন্ট্রাকো রি-ফুয়েলিং। আর দর বৃদ্ধিতে শীর্ষে প্রধান দশটি কো¤পানি হলো : ফার কেমিক্যাল, হাইডেলবার্গ সিমেন্ট, আমান কটন, তৌফিকা ফুড, জেমিনি সি ফুড, আমান ফিড, এডভেন্ট ফার্ম, সোনালি আঁশ, জিকিউ বল পেন ও প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি. ফা.। দর হারানোর শীর্ষে থাকা প্রধান ১০টি কো¤পানি হলো: সোনালি লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, লিন্ডে বিডি, সি পার্ল, পিপলস ইন্স্যুরেন্স, কপারটেক ইন্ডাস্ট্রি, মীর আকতার হোসেন লি., প্রাইম ফাইন্যান্স, ওয়াটা কেমিক্যালস ও ইস্টার্ন ইন্স্যুরেন্স।
আর ব্লক মার্কেটে গতকাল ৪৭টি কোম্পানির দুই কোটি তিন লাখ ৯৯ হাজার ২৭৭টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে মোট ৪৩ কোটি ১৮ লাখ ১৭ হাজার টাকায়। ছয় কোম্পানির সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এদের মধ্যে রয়েছে ন্যাশনাল ব্যাংক, লাভেলো আইসক্রিম, গ্লোবাল হেভি কেমিক্যালস, রংপুর ফাউন্ড্রি, প্রিমিয়ার সিমেন্ট মিলস এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এই ছয় কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৩২ কোটি ৬৮ লাখ টাকারও বেশি।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ন্যাশনাল ব্যাংকের। ব্যাংকটির ৮ কোটি ৯২ লাখ ৩১ হাজার টাকার, লাভেলো আইসক্রিমের ৮ কোটি ৮৬ লাখ ৪৪ হাজার টাকার, ৬ কোটি ৯৭ লাখ ১৪ হাজার টাকার গ্লোবাল হেভি কেমিক্যালস, রংপুর ফাউন্ড্রির ৫ কোটি টাকার, প্রিমিয়ার সিমেন্ট মিলসের ১ কোটি ৬৬ লাখ ৯৯ হাজার টাকার এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১ কোটি ১৪ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন দিকে চট্টগ্রাম স্টকের চিত্র ঢাকার মতোই। সব সূচক থেকে পয়েন্ট ঝরে গেছে। সিএএসআইপি সূচক কমেছে ৯৬.৫০ পয়েন্ট, সিএসসিএক্স ৫৯.৪৮ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৯৪.১৩ পয়েন্ট এবং সিএসই-৫০ সূচক ৭.৩৬ পয়েন্ট কমেছে। ২১ লাখ ৭০ হাজার ১৪০টি শেয়ার ও মিউচুয়ার ফান্ড হাতবদল হয়েছে মোট আট কোটি ৩৬ লাখ ৮৫ হাজার ৫১৮ টাকা বাজারমূল্যে। লেনদেনে অংশ নেয়া ২২৮টি কোম্পানির মধ্যে দর বৃদ্ধিতে ছিল ৪৬টি, দরপতনে ১৬৫টি এবং দর অপরিবর্তিত রয়েছে ১৭টির।
প্রাতিষ্ঠানিক বিশ্লেষক রয়্যাল ক্যাপিটাল বলছে, গতকাল ডিএসইতে লেনদেন কমেছে ৬.৩ শতাংশ বা ৪২ কোটি টাকা। শেয়ার হাতবদল বা বেচাকেনা কমেছে ১২ শতাংশ। ১৯টি খাতের মধ্যে মূলধন বেড়েছে পাঁচটির, কমেছে ১৪টি খাতের। বাজারে ৬৬ শতাংশ বিক্রির চাপের বিপরীতে ক্রেতা ছিল মাত্র ৩৪ শতাংশ। তাদের পর্যবেক্ষণ হলো, বিক্রির চাপ কিছুটা কমলেও সূচক ৫৫ শ’ পয়েন্টের নিচে। শুরুতে প্রায় ৫০ পয়েন্ট হারালেও কয়েকটি বহুজাতিক কোম্পানির শেয়ারের হাত ধরে কিছুটা দিন শেষে ২৪ পয়েন্ট হারিয়েছে। কিছুদিন যাবৎ যেসকল শেয়ার সংশোধনের মধ্যে ছিল সেগুলোর মধ্যে কিছু শেয়ার গতকাল তালিকার শীর্ষে উঠে এসেছে।

 


আরো সংবাদ



premium cement
ছাত্র অসন্তোষের জেরে পাঞ্জাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাশিয়াকে সমর্থন প্রশ্নে বেইজিংকে ‘চ্যালেঞ্জ’ করতে চীনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেয়া মানে অপরাধকে প্রশ্রয় দেয়া : ভারতকে রিজভী রিপাবলিকান-সমর্থিত নির্বাচনী বিধি বাতিলের রায় জর্জিয়ার বিচারকের ইইউ বৈঠকে জয়ের পরিকল্পনা পেশ জেলেনস্কির বাংলাদেশের জন্য ভারতের ভিসা জটিলতার সমাধান কবে হবে ২০২৫ সালের মধ্যে আগামী নির্বাচন সম্ভব হতে পারে : আসিফ নজরুল গাজায় যুদ্ধবিরতি প্রচেষ্টায় কাতার-যুক্তরাষ্ট্রের আলোচনা প্রতিদ্বন্দ্বিতামূলক অঙ্গরাজ্যে সরাসরি আগাম ভোটদান শুরু হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার সম্পর্কে যা জানা যাচ্ছে তীব্র ক্ষুধার সম্মুখীন গাজায় ১৮ লাখ বাসিন্দা

সকল