০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবলে রানারআপ স্ট্যান্ডার্ড ব্যাংক

-

‘শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট-২০২৪’- এ রানারআপ হয়েছে শরিয়াহ্ ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি। ১৩ জুলাই ২০২৪ তারিখে ঢাকায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে স্ট্যান্ডার্ড ব্যাংক এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ-এর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে রানারআপ ট্রফি গ্রহণ করেন স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহ্মদ এবং ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মোহন মিয়া। মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন এমপি, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস্ (ব্যাব)-এর চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। এ সময় টুর্নামেন্টে অংশগ্রহণকারী ব্যাংকগুলোর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকরা এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, ফিরোজুর রহমান, এসএএম হোসাইন, মোহাম্মদ আবদুল আজিজ এবং মো: জাহেদুল হক উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

 

 


আরো সংবাদ



premium cement