পোর্ট সিটি ইউনিভার্সিটিতে ই-কমার্স ডিজিটাল মার্কেট নিয়ে সেমিনার
- ১১ জুলাই ২০২৪, ০০:০০
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ই-কমার্স : ডিজিটাল মার্কেট এবং পণ্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের হলরুমে এই সেমিনারের আয়োজন করা হয়। এ প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল আজিম। আলোচনায় তিনি কিভাবে ই-কমার্স ব্যবসার বিশ্বব্যাপী সম্প্রসারণ ও সার্বক্ষণিক গ্রাহক সেবা দেয়ার মাধ্যমে ব্যবসায়িক গতিশীলতায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে তা উপস্থাপন করেন। এ ছাড়া উদ্যোক্তা বৃদ্ধিতে উৎসাহিতকরণ ও ক্ষুদ্র ব্যবসাকে বৈশ্বিক পর্যায়ে প্রতিযোগিতার সুযোগসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোঃ নূরল আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা