১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

প্রথম ‘পন্ডস্থ স্কিনফ্লুয়েন্সার’ হলেন জোবায়দা

-

দেশে প্রথমবারের মতো পন্ডস্থ স্কিনফ্লুয়েন্সার হয়েছেন সৈয়দা জোবায়দা শিরিন। এ ছাড়াও ফার্স্ট রানার-আপ হয়েছেন নাঈমা ইসলাম মীম এবং সেকেন্ড রানার-আপ ফারজানা ফেরদৌসী ইভানা।
উইনার হওয়ার সুবাদে জোবায়দা আগামী এক বছর কাজ করবেন গ্লোবাল ব্র্যান্ড পন্ডস্থ বাংলাদেশের নতুন ফেইস হিসেবে। আর সেই সাথে সুযোগ পাচ্ছেন চিনের সাংহাইতে অবস্থিত পন্ডস্থ স্কিন ইনস্টিটিউট ভিজিট করার। যেখানে এক্সপার্টদের কাছ থেকে স্কিনকেয়ারের ওপর বিশেষ ট্রেনিং নিবেন তিনি।
গ্র্যান্ড ফিনালেতে উপস্থিত ছিলেন সালমান মুক্তাদির, রাকিন আবসার, সৌমিক আহমেদসহ দেশের পপুলার ইনফ্লুয়েন্সাররা। ফিনালে শুরু হয় পুরো জার্নিতে হাউজলিড হিসেবে থাকা ইশরাত, ঈশায়া ও সুনেহরার ড্যান্স পারফর্ম্যান্সের সাথে। তাদের সাথে পারফর্ম করে টপ ১২ জন স্কিনফ্লুয়েন্সার। মনোমুগ্ধকর এক আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামে পন্ডস্থ স্কিনফ্লুয়েন্সারের প্রথম সিজনের। গ্র্যান্ড ফিনালের পুরো এপিসোড দেখতে ভিজিট করুন পন্ডস্থ বাংলাদেশের ইউটিউব চ্যানেল। বিজ্ঞপ্তি।

 

 


আরো সংবাদ



premium cement