১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩০, ১৪ রবিউস সানি ১৪৪৬
`

রাজধানীতে ক্যামেলকো সম্মেলন অনুষ্ঠিত

-

বীমা প্রতিষ্ঠানগুলোর প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা ক্যামেলকো সম্মেলন ২০২৪ গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের উদ্যোগে ও ইনস্যুরেন্স কোম্পানিগুলোর ক্যামেলকোদের সংগঠন আইক্যাবের ব্যবস্থাপনায় ঢাকায় একটি অভিজাত হোটেলে দিনব্যাপী আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন বিএফআইইউর প্রধান কর্মকর্তা মো: মাসুদ বিশ্বাস। সম্মেলনের গুরুত্ব তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন আইক্যাবের চেয়ারম্যান ও ন্যাশনাল লাইফের ডিএমডি অ্যান্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ। বিএফআইইউর উপ-প্রধান মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইডিআরএ সদস্য মো: দলিল উদ্দিন, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের সভাপতি বি এম ইউসুফ আলী। অনুষ্ঠানে ন্যাশনাল লাইফের সিইও মো: কাজিম উদ্দিনসহ বিভিন্ন লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তারা এবং ক্যামেলকো কর্মকর্তারা অংশ নেন। সম্মেলনে মানিলন্ডারিং প্রতিরোধে তিনটি প্যানেল ডিসকাশন ও একটি ওপেন ডিসকাশন অনুষ্ঠিত হয়। এতে বীমা কোম্পানিগুলোর ক্যামেলকোরা, বিএফআইইউ ও বীমা শিল্পের বিজ্ঞ ব্যক্তিত্বরা আলোচনা অংশ নেন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement