এফএসআইবি কর্মকর্তাদের ‘লিগ্যাল অ্যাসপেক্টস অব জেনারেল ব্যাংকিং অপারেশনস’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন
- ০৮ জুলাই ২০২৪, ০০:২০
দক্ষ মানবসম্পদ গড়ে উন্নততর গ্রাহক সেবা প্রদানের লক্ষ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের (এফএসআইবি) চট্টগ্রাম আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তাদের অংশগ্রহণে লিগ্যাল অ্যাসপেক্টস অব জেনারেল ব্যাংকিং অপারেশনস বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো: আলী কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: সিরাজুল ইসলাম, চট্টগ্রাম উত্তরের আঞ্চলিক প্রধান মোহাম্মদ হাফিজুর রহমান, চট্টগ্রাম দক্ষিণের আঞ্চলিক প্রধান মোহাম্মদ কামাল উদ্দীন ও ট্রেনিং ইনস্টিটিউটের অনুষদ সদস্যরা উপস্থিত ছিলেন। এ প্রশিক্ষণ কর্মসূচিতে ব্যাংকের ৫৪জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা