অধ্যাপক খলীলী ফের ব্যাংক এশিয়ার রিস্ক ম্যানেজমেন্ট কমিটির দায়িত্বে
- ০৪ জুলাই ২০২৪, ০০:০৫
অধ্যাপক এম এ বাকী খলীলী ব্যাংক এশিয়ার বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি ব্যাংক এশিয়ার একজন স্বতন্ত্র পরিচালক। সম্প্রতি অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় তিনি এই পদে নির্বাচিত হয়েছেন। তিনি ঢাকা বিশ^বিদ্যালয় (ঢাবি) হতে ফিন্যান্সে বিকম (সম্মান) ও এমকম পাসের পর ১৯৭৫ সালে একই বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। এর পর যুক্তরাষ্ট্রের ওহিও স্টেট ইউনিভার্সিটি থেকে ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টে ১৯৮৭ সালে এমএসসি এবং ১৯৯১ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
ঢাবিতে শিক্ষকতা শেষে ২০১২ সালে তিনি অবসর নেন। অধ্যাপক খলীলী বর্তমানে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে ব্যবসায় প্রশাসন বিভাগে শিক্ষক হিসেবে কর্মরত আছেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা