শিক্ষাকার্যক্রম গতিশীল করতে এইউবি ভিসি বিশেষ সভা
- ০৪ জুলাই ২০২৪, ০০:০৫
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশএর ভিসি সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে স্প্রিং সেমিস্টারের সমাপ্তি এবং ফল সেমিস্টারের শুরুতে সবাইকে স্বাগত জানাতে বক্তৃতা করেন। প্রফেসর ড. শাহজাহান খান সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ফল সেমিস্টার ২০২৪ কে সুন্দরভাবে শুরু করতে সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীরা যেন আনন্দমুখর ও সেবাবান্ধব পরিবেশে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রমে অংশ নিতে পারে সেই পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে। এ সময় তিনি সংশ্লিষ্ট সব বিভাগকে শিক্ষার মানোন্নয়নের জন্য যথাযথ দায়িত্ব পালনে সচেষ্ট হওয়ার জন্য নির্দেশনা দেন। বিশেষ করে অ্যাকাডেমিক ও অ্যাডমিনিস্ট্রেটিভ সব বিভাগের প্রধানকে নতুন শিক্ষার্থীদের প্রতি যতœবান হতে বলেন। শিক্ষকদের গবেষণার গুরুত্ব উপলব্ধি এবং উন্নতমানের গবেষণাপত্র তৈরি ও প্রকাশনার জন্য যতœবান হতে বলেন। তিনি শিক্ষাদান পদ্ধতির উন্নতি, উচ্চ মানের পাঠদান এবং আধুনিক সুযোগ-সুবিধাসহ নির্ভরযোগ্য পরিষেবা প্রদানের ওপর জোর দেন।
এইউবির কোষাধ্যক্ষ অধ্যাপক মো: নূরুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন রেজিস্ট্রার এ কে এম এনামুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রশাসনিক প্রধান, পরীক্ষা নিয়ন্ত্রক ও সব শিক্ষক ও শিক্ষিকা এবং কর্মকর্তা-কর্মচারী। বিজ্ঞপ্তি।