ওয়ালটন চতুর্থ জাতীয় ফুটভলি প্রতিযোগিতায় আনসার ও পুলিশ চ্যাম্পিয়ন
- ০২ জুলাই ২০২৪, ০০:০৫
‘ওয়ালটন চতুর্থ জাতীয় (নারী ও পুরুষ) ফুটভলি প্রতিযোগিতা-২০২৪’ সোমবার শেষ হয়েছে। এবারের আসরে পুরুষ বিভাগে বাংলাদেশ পুলিশ ও নারী বিভাগে বাংলাদেশ আনসার চ্যাম্পিয়ন হয়েছে।
সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত পুরুষ বিভাগের ফাইনালে বাংলাদেশ পুলিশ ২-০ সেটে জিদান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। একই মাঠে অনুষ্ঠিত নারী বিভাগের ফাইনালে বাংলাদেশ আনসার ২-০ সেটে বাংলাদেশ পুলিশকে হারিয়ে শিরোপা জিতে নেয়। নারী বিভাগে পরাণ মকদুম ও পুরুষ বিভাগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তৃতীয় হয়। উভয় বিভাগের চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় হওয়া দলকে ট্রফি ও মেডেল দেয়া হয়। এ ছাড়া চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে পুরস্কৃত করা হয়।
প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন), সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড স্পোর্টস), বাংলাদেশ ফুটভলি অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সোহেল রানা (পিপিএম-সেবা) ও সহসভাপতি মোহাম্মদ রায়হান উদ্দিন ফকির।
এ সময় অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ফোর্স) মো: ওবায়দুর রহমান, সহকারী পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড স্পোর্টস) আমানউল্লাহ ও বাংলাদেশ ফুটভলি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: আজম আলী খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।