১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অগ্রণী এক্সচেঞ্জ হাউজ সিঙ্গাপুরের ২২তম সাধারণ সভা অনুষ্ঠিত

-

সিঙ্গাপুরে অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির সাবসিডিয়ারি কোম্পানি অগ্রণী এক্সচেঞ্জ হাউজ প্রাইভেট লিমিটেড সিঙ্গাপুরের ২২তম সাধারণ সভা ও ৩৭তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুন সিঙ্গাপুরের কিচেনার্স রোডে একটি হোটেলে এ সভা দুটি অনুষ্ঠিত হয়। সাধারণ সভা ও বোর্ড সভার সভাপতিত্ব করেন অগ্রণী এক্সচেঞ্জ হাউজ প্রাইভেট লিমিটেড সিঙ্গাপুর ও অগ্রণী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত। সভায় অগ্রণী এক্সচেঞ্জ হাউজ সিঙ্গাপুরের বোর্ড অব ডিরেক্টরসের পরিচালক এবং অগ্রণী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মুরশেদুল কবীর, পরিচালক ড. মুস্তাফিজুর রহমান, সিইও এবং এক্সিকিউটিভ ডিরেক্টর মীর মো: বায়েজীদ হোসেন, অপারেশনস্ ম্যানেজার মো: আজিজুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, অগ্রণী এক্সচেঞ্জ হাউজের সেবা প্রদানকারী একাউন্টস ফার্ম ‘লিংক ম্যানেজমেন্ট’, লোকাল অডিট ফার্ম ‘সিসি ইয়াং অ্যান্ড কোং’ এবং সেক্রেটারিয়াল সার্ভিস প্রোভাইডার ‘ড্রিউকর্প সার্ভিসেস প্রাইভেট লিমিটেড’ এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভায় অগ্রণী এক্সচেঞ্জ হাউজের ২০২৩ সালের ব্যবসায়িক অর্জন সংক্রান্ত পর্যালোচনা, বার্ষিক হিসাব বিবরণী অনুমোদন এবং ২০২৪ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা ও বাজেট পাশ করা হয়। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement