উভয় বাজারে বেড়েছে সূচক ও লেনদেন
- নয়া দিগন্ত ডেস্ক
- ৩০ জুন ২০২৪, ০০:০৫
বিদায়ী সপ্তাহ (২৩ জুন থেকে ২৭ জুন) ছিল মোট পাঁচ কার্যদিবস। এ সময়ে দেশের উভয় পুঁজিবাজারে প্রতিদিনই সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেন হয়েছে দুই হাজার ৮০২ কোটি ১৩ লাখ টাকার। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল এক হাজার ৮৮২ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৯১৯ কোটি ৮৬ লাখ টাকা। একই সাথে উভয় স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন বেড়েছে ৩৫ হাজার ২০৭ কোটি ৮২ টাকা।
বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৬১ হাজার ৫০৮ কোটি ১০ লাখ টাকা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ছয় লাখ ৪৩ হাজার ৬৪৯ কোটি ৯০ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১৭ হাজার ৮৫৮ কোটি ২০ লাখ টাকা।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১১.২৮ পয়েন্ট বা ২.১২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৫৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৪৭.০৯ পয়েন্ট বা ২.৫১ শতাংশ বেড়ে ১ হাজার ৯২২ পয়েন্টে, ডিএসই শরিয়াহ সূচক ৩৭.৪৬ পয়েন্ট বা ৩.২৭ শতাংশ বেড়ে ১ হাজার ১৮৩ পয়েন্টে এবং ডিএসএমইএক্স সূচক ৬৯.৩৩ পয়েন্ট বা ৪.৬৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৫২ পয়েন্টে।
গত সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৩০০টির, কমেছে ৩২টির ও আর অপরিবর্তিত রয়েছে ৬৪টির। এ ছাড়া লেনদেন হয়নি ১৬টির শেয়ার।
গত সপ্তাহে ডিএসইতে খাতভিত্তিক লেনদেন ওষুধ ও রসায়নে লেনদেন ছিল ২৫ শতাংশ। তারপর ছিল বীমা খাত এবং খাদ্য ও আনুষঙ্গিক। অপর দিকে সিএসইতে আধিপত্য ছিল ব্যাংকিং খাতের। শুধু ব্যাংকিং খাতের লেনদেন হয়েছে ৩৫ শতাংশ। এরপর ছিল খাদ্য ও আনুষঙ্গিক এবং জ্বালানি খাতের লেনদেন।
গত সপ্তাহের ডিএসইতে গড় হিসাবে লেনদেন বেশি হয়েছে ইউনিলিভার কনজিউমার, সি পার্ল বিচ রিসোর্ট, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ক্যাপিটেক গ্রামীণ জিএফ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বিচ হ্যাচারি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস, লিনডে বাংলাদেশ এবং আলিফ ইন্ডাস্ট্রিজ।
গত সপ্তাহে মূল্য বৃদ্ধির শীর্ষে ছিল যথাক্রমে ওয়াটা কেমিক্যাল, ইউনিলিভার কনজিউমার, হাইডেলবার্গ সিমেন্ট, পেপার প্রসেসিং, ক্যাপিটেক গ্রামীণ জিএফ, ওয়ালটন হাই-টেক, বিডি মনোপুল, রেনাটা লিমিটেড, ন্যাশনাল টি কোং এবং পিপলস ইন্স্যুরেন্স।
গত সপ্তাহে দর হারিয়েছে যথাক্রমে দুলা মিয়া কটন, মিথুন নিটিং, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ফার্স্ট ফিন্যান্স, এসকে টিম্স, খান ওভেন ব্যাগ, সিলভা কেমিক্যালস, ফরচন সু, উত্তরা ফিন্যান্স এবং শেফারড ইন্ডাস্ট্রিজ।
বিদায়ী সপ্তাহের সিএসইতে গড় হিসাবে লেনদেন বেশি হয়েছে জেএমআই হসপিটাল, পূবালী ব্যাংক, প্রাইম ব্যাংক, ব্রিটিশ আমেরিক্যান টোব্যাকো, লিনডে বিডি, ফাইন ফুড, মেঘনা পেট্রোলিয়াম, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল ব্যাংক এবং সি পার্ল বিচ রিসোর্টের শেয়ার।
বিদায়ী সপ্তাহে সিএসইতে মূল্য বৃদ্ধির শীর্ষে ছিল যথাক্রমে ক্যাপিটেক গ্রামীণ জিএফ, ওয়ালটন হাই-টেক, বিডি মনোপুল, রহিমা ফুড করপোরেট, প্যাসিফিক ডেনিমস, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, প্রাইম ব্যাংক, সিকদার ইন্স্যুরেন্স, গ্রামীণ ওয়ান : স্কিম-২ এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স। এ সময় দর হারিয়েছে যথাক্রমে দেশবন্ধু পলিমার, ট্রাস্ট ইসলামী লাইফ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সিলভা কেমিক্যালস, ডেল্টা স্পিনিং, সোনারগাঁও টেক্সটাইল, ফারইস্ট ফিন্যান্স, ফরচন সু, প্রাইম ফিন্যান্স এবং পাওয়ার গ্রিড কোং।