বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে মালয়েশিয়ায় অগ্রণী ব্যাংকের সচেতনতামূলক সভা
- ২৭ জুন ২০২৪, ০০:০৫
বৈধ পথে প্রবাসী আয় প্রেরণ, সর্বজনীন পেনশন ‘প্রবাস’ স্কিমে অংশগ্রহণ ও অফশোর ব্যাংকিং ডিপোজিট একাউন্ট সংক্রান্ত সচেতনতামূলক প্রচারণা সভা করেছে মালয়েশিয়ায় অবস্থিত অগ্রণী ব্যাংকের সাবসিডিয়ারি কোম্পানি অগ্রণী রেমিট্যান্স হাউস, মালয়েশিয়া। গত ২৪ জুন অগ্রণী রেমিট্যান্স হাউস ও মালয়েশিয়ার সিল কনসাল্ট এসডিএন বিএইচডির আয়োজনে সেলাঙ্গর রাজ্যের পোর্ট ক্ল্যাং-এর পোলাও ইন্দা সানওয়ে ডাইসো ডিজিসি প্রজেক্টে এ সচেতনতামূলক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত। বিশেষ অতিথি ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মুরশেদুল কবীর। সিল কনসাল্ট এসডিএন বিএইচডি মালয়েশিয়ার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো: আমিরুল ইসলাম খোকনের সভাপতিত্বে সভায় অগ্রণী রেমিট্যান্স হাউস মালয়েশিয়ার সিইও এবং পরিচালক সুলতান আহমেদসহ বাংলাদেশী প্রবাসীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।