১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিন্ডিকেট বাজেট সভা অনুষ্ঠিত

-

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মো: নূরল আনোয়ারের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশেষ বাজেট সিন্ডিকেট সভা গতকাল অনুষ্ঠিত হয়। সভায় পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা এ কে এম এনামুল হক শামীম এমপি উপস্থিত ছিলেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. গণেশ চন্দ্র রায় স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, শিক্ষা ও গবেষণা খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে ২০২৪-২৫ অর্থবছরের জন্য সর্বমোট চুয়ান্ন কোটি নব্বই লাখ ৮০ হাজার টাকার বাজেট উপস্থাপন করেন।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান তাহমিনা খাতুন, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য এবং অ্যাকাডেমিক ও প্রশাসনিক অ্যাডভাইজার প্রফেসর ড. এম মজিবুর রহমান, মোহাম্মদ আলী আজম স্বপন, ইউজিসি কর্তৃক মনোনীত সিন্ডিকেট সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক মনোনীত সিন্ডিকেট সদস্য ও শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নোমেরী জামান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ, ব্যবসায় অধ্যয়ন অনুষদের ডিন প্রফেসর ড. মো: ফসিউল আলম, এহসানুল হক রিজন (পরিচালক, অর্থ), রেজিস্ট্রার মো: ওবায়দুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো: সেলিম হোসেন ও ইংরেজি বিভাগের সভাপতি এ এস এম ইফতেখারুল আজম। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement