১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পূবালী ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হওয়ায় মনজুর রহমানকে সিবিএসের শুভেচ্ছা

-

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির (সিবিএস) আজীবন সদস্য মনজুরুর রহমান পূবালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন।
এ উপলক্ষে বৃহস্পতিবার সংগঠনের সাধারণ সম্পাদক ও এনসিসি ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ-আল-কাফি মজুমদারের নেতৃত্বে চেয়ারম্যান কার্যালয়ে সংগঠনের কার্যকরি কমিটির সদস্যবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সংগঠনের সমন্বয়ক এস এম হাবিব মহসিন সুধনের সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি ও সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন এম ছাদেক হোসাইন, উপদেষ্টা পরিষদের সদস্য ও অগ্রণী ব্যাংক অগ্রণী দুয়ারের ব্যবস্থাপনা পরিচালক মো: কামরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম শহিদুল হক খন্দকার, আন্তর্জাতিক সম্পাদক ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো: জয়নাল আবেদিন খান, সাংগঠনিক সম্পাদক ও পূবালী ব্যাংকের কর্মকর্তা কামরুজ্জামান সোহেল, সহসাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নোমান, সিটিজেন ব্যাংকের কর্মকর্তা এস এন ইউসুফসহ সংগঠনের অন্য সদস্যরা।


আরো সংবাদ



premium cement