ঈদে বেনাপোল বন্দরে ৫ দিন আমদানি-রফতানি বন্ধ
- বেনাপোল (যশোর) সংবাদদাতা
- ১৪ জুন ২০২৪, ০০:০৫
ঈদুল আজহা উপলক্ষে পাঁচ দিন বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে। সেই সাথে কাস্টমস এবং বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকবে।
আজ বৃহস্পতিবার বেনাপোল কাস্টমস সিঅ্যান্ডএফ স্টাফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান আগামী সোমবার পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে ১৪ জুন থেকে ১৮ জুন পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ থাকবে। তবে এ সময়ের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।
ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, এ পথে পাঁচ দিন আমদানি-রফতানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। এ সময় সাধারণত যাত্রী যাতায়াত একটু বেশি থাকে সে জন্য ডেস্ক এবং অফিসার সংখ্যা বাড়ানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা