পিসিআইইউ সাংবাদিকতা বিভাগের চুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ পরিদর্শন
- ১৩ জুন ২০২৪, ০০:০৫
উন্নয়ন প্রকল্প সঠিক বাস্তবায়নের পূর্বশর্ত কার্যকর উন্নয়ন পরিকল্পনা। পরিকল্পনার কারিগরি বিষয়সমূহ, সম্ভাবনা ও প্রতিবন্ধকতা প্রভৃতি বিষয়ে বাস্তবসম¥ত জ্ঞান অর্জনের লক্ষ্যে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ পরিদর্শন করেছে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীরা। গত মঙ্গলবার স্নাতকোত্তর পর্যায়ের উন্নয়ন সাংবাদিকতা কোর্সের অংশ হিসেবে এ পরিদর্শনে একটি জ্ঞান বিনিময় সভার আয়োজন করা হয়।
ওই সভায় চুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান দেবাশীস রায় রাজার সভাপতিত্বে মূল আলোচকের ভূমিকা পালন করেন চুয়েটের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. রাশিদুল হাসান। এ সময় তিনি নগর ও অঞ্চল পরিকল্পনার ঐতিহাসিক প্রেক্ষাপট, পরিকল্পনা পদ্ধতি, চট্টগ্রামের মাস্টারপ্ল্যান, পরিবেশবান্ধব উন্নয়ন প্রকল্প ইত্যাদি নিয়ে বিশদ আলোচনা করেন।
পিসিআইইউ সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক এবং কোর্স শিক্ষক দিলরুবা আক্তারের তত্ত্বাবধানে এ সময় আরো উপস্থিত ছিলেন প্রভাষক তাসলিমা আক্তার ইরিন, চুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক ইসরাত জাহান, মো: শাহজালাল মিশুক ও প্রভাষক সৌরভ দাশ। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা