সোশ্যাল ইসলামী ব্যাংকের নতুন ৫টি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন
- ১৩ জুন ২০২৪, ০০:০৫
সোশ্যাল ইসলামী ব্যাংকের পাঁচটি নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম আউটলেটগুলো উদ্বোধন করেন। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপব্যবস্থাপনা পরিচালক আবদুল হান্নান খান ও মোহাম্মদ হাবীবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান মো: মশিউর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ব্যাংকের ব্রাঞ্চেস কন্ট্রোল ডিভিশনের প্রধান জয়নাল আবেদীনসহ ঊর্ধ্বতন নির্বাহীরা। অনুষ্ঠানে ব্যাংকের সংশ্লিষ্ট আঞ্চলিক প্রধান, শাখা ব্যবস্থাপক, আউটলেটগুলোর এজেন্টসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ভার্চুয়ালি যুক্ত ছিলেন। নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো হচ্ছে- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধরমণ্ডল সড়ক বাজার, কুমিল্লার বুড়িচংয়ে পূর্ণমতি বাজার, জামালপুরের মেলান্দহে ঝাউগড়া বাজার, কিশোরগঞ্জের কুলিয়ারচরের রামদীতে আগরপুর বাসস্ট্যান্ড এবং ভোলার চরফ্যাশনে আঞ্জুরহাট বাজার। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা