১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
বাজেট প্রতিক্রিয়া

শ্রমিকদের রেশন চালুসহ বিভিন্ন দাবি ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের

-

বাজেটে গার্মেন্ট শ্রমিকদের জন্য নিয়মিত রেশন প্রথা চালুর বরাদ্দসহ বিভিন্ন দাবি জানিয়েছেন ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আমাদের আশা ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটে গার্মেন্টস শ্রমিকদের জন্য নিয়মিত রেশন পথা চালু করতে অর্থ বরাদ্দ রাখা হবে; যা প্রধানমন্ত্রীসহ সরকারের বিভিন্ন মহল থেকে আমাদের আশ্বাস দেয়া হয়েছিল। কিন্তু দু:খের বিষয় বাজেটে গার্মেন্টস শ্রমিকদের নিয়মিত ‘রেশন’ প্রদানের জন্য কোনরূপ ব্যবস্থা/প্রস্তাবনা/অর্থ বরাদ্দ আমাদের চোখে পড়েনি। প্রস্তাবিত বাজেটে গার্মেন্টস শ্রমিকদের জন্য নিয়মিত রেশন প্রথা চালুর লক্ষ্যে অর্থ বরাদ্দ রাখাসহ নিম্নলিখিত দাবী সমূহ আমরা উত্থাপন করছি:-
১। গার্মেন্ট শ্রমিকদের জন্য নিয়মিত রেশন প্রদানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে; এ লক্ষে ২৪-২৫ অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দ রাখতে হবে।
২। ঈদ-উল-আযহার পূর্বে বেতন, বোনাস, বকেয়া বেতনসহ সকল পাওনাদি যথাসময়ে পরিশোধ করতে হবে।
৩। যে সকল কারখানায় ঘোষিত নিম্নতম মজুরি এখনো বাস্তবায়ন করা হয়নি, সে সকল কারখানায় অনতি বিলম্বে নিম্নতম মজুরী বাস্তবায়ন করতে হবে।
৪। শ্রমিকবান্ধব শ্রম আইন প্রণয়নের লক্ষ্যে সংশোধনীসহ শ্রম আইন পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে।
৫। শ্রমিক ও তাদের পৌষ্যদের শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান নিশ্চিত করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণা অনুযায়ী প্রতিটি শিল্পাঞ্চলে শ্রমিক হাসপাতাল, শ্রমিকদের বাসস্থান এবং শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে হবে।
৬। মজুরী আন্দোলনে নিহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ ও পূর্নবাসন করতে হবে এবং শ্রমিক ও শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার করতে হবে। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement
বরখাস্ত সিপাহী শাহীন বাহিনী সম্পর্কে অপপ্রচার করছেন : বিজিবি সব কোচের সাথে যেন সমান বিচার করা হয় : বার্সেলোনা কোচ বিজয় দিবসে শিশু পার্কে বিনা টিকিটে প্রদর্শনীর নির্দেশ লাউয়াছড়া বনে পাহাড়িকার চার বগি বিচ্ছিন্ন খুলনায় হাসিনা ফিরে আসার ভিডিও, তদন্তে ৪ সদস্যের টিম বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী পাকিস্তান আরএনপিপিতে শেখ হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধানে রুল আধিপত্যবাদমুক্ত একটি ইসলামী কল্যাণরাষ্ট্র উপহার দিবে জামায়াত : গোলাম পরওয়ার বিদেশে চিকিৎসায় বছরে ৫ বিলিয়ন ডলার হারাচ্ছে বাংলাদেশ : গভর্নর সিংগাইরে হিছা খা হত্যা মামলায় গ্রেফতার ২ সেন্টমার্টিনে যাতায়াতে বিধিনিষেধের সিদ্ধান্ত প্রশ্নে হাইকোর্টে রুল

সকল