১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিইউএমএস-বিএএমসের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

-

সরকারি বেসরকারি ইউনানি-আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব ইউনানি মেডিসিন এন্ড সার্জারি (বিইউএমএস), ব্যাচেলর অব আয়ুর্বেদিক মেডিসিন এন্ড সার্জারি (বিএএমএস) এবং ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি (বিএইচএমএস) ২০২৪ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার বিকেলে সরকারি ইউনানি-আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল মিরপুর এবং সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইউনানী-আয়ুর্বেদিকের উচ্চশিক্ষায় ডিগ্রি পর্যায়ে চারটি প্রতিষ্ঠানের মধ্যে একটি হলো সরকারি ইউনানী-আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল মিরপুর, অপর তিনটি প্রতিষ্ঠান হামদর্দ বাংলাদেশের রূপকার ড. হাকীম মো: ইউছুফ হারুন ভূঁইয়ার উদ্যোগে প্রতিষ্ঠিত।
এসব হলো : চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যায়ের অধীনে লক্ষ্মীপুরের রওশন জাহান ইস্টার্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (ইউনানী), রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধীনে বগুড়ার হামদর্দ ইউনানি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে মুন্সিগঞ্জের গজারিয়ায় হামদর্দ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত হামদর্দ ইনস্টিটিউট অব ইউনানি এন্ড আয়ুর্বেদিক মেডিসিন। এ তিনটি প্রতিষ্ঠান দেশের ইউনানি-আযুর্বেদিক সেক্টরে একমাত্র বেসরকারি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement