১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সূচকের পতনেও শেয়ারবাজারে লেনদেন বেড়েছে

সাপ্তাহিক পর্যালোচনা
-

বিদায়ী সপ্তাহ (২ জুন থেকে ৬ জুন) ছিল মোট পাঁচ কার্যদিবস। এ সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনেও লেনদেন বেড়েছে এবং কমেছে বাজার মূলধন।
আগের সপ্তাহের শেষ কার্যদিবস পর্যন্ত ডিএসইর বাজার মূলধন ছিল ছয় লাখ ৪৮ হাজার ৯২২ কোটি ৯ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে এসে বাজার মূলধন দাঁড়ায় ছয় লাখ ৪৬ হাজার ৪৭৭ কোটি ৯০ লাখ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন কমেছে দুই হাজার ৪৪৪ কোটি টাকা বা .৩৮ শতাংশ।
সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন ৩০৭ কোটি ২৮ লাখ টাকা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ২৫৮ কোটি দুই লাখ টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছিল এক হাজার ৯৫০ কোটি ৭৪ লাখ টাকা।
গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ২৩৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ১৩৬ পয়েন্টে এবং এক হাজার ১৪৩ পয়েন্টে।
গত সপ্তাহে ডিএসইতে ৩৯৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৭টির, দর কমেছে ২০৪টির এবং ২২টির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।
গত সপ্তাহের ডিএসই লেনদেনে শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে ছিল- মেঘনা পেট্রোলিয়াম, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, তৌফিকা ফুডস, বিচ হ্যাচারি, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ফরচন সু. ই-জেনারেশন লিমিটেড আলিফ ইন্ডাস্ট্রিজ এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস।
গত সপ্তাহে ডিএসইতে মূল্যবৃদ্ধির তালিকায় ছিল অধিকাংশ ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি, এবং মূল্য হ্রাসের তালিকায় ছিল ‘এ’ ক্যাটাগরির কোম্পানিগুলো। যেসব কোম্পানি মূল্যবৃদ্ধি পেয়েছে, তারমধ্যে অন্যতম হলো- গ্লোবাল হেভি কেমিক্যালস, ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড সিরামিকস, তুং হাই নিটিং, কপারটেক ইন্ডাস্ট্রিজ, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, নুরানি ডাইং, বিডি থাই অ্যালুমিনিয়াম এবং মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ।
দর হারানো কোম্পানির মধ্যে অন্যতম ছিল যথাক্রমে- খান ওভেন ব্যাগ, গোল্ডেন জুবিলি মিউচুয়্যাল ফান্ড., ট্রাস্ট ব্যাংক, প্রগতি ইন্স্যুরেন্স, মিথুন নিটিং, এক্সিম ব্যাংক, এনআরবি ব্যাংক লিমিটেড, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, আইএফআইসি ব্যাংক এবং কোহিনূর কেমিক্যালস।
অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) লেনদেন বেশি হয়েছে- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, জেএমআই হসপিটাল, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, মেঘনা পেট্রোলিয়াম, মেঘনা সিমেন্ট, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ফাইন ফুড, এইচ আর টেক্সটাইলস, রবি এক্সিয়াটা এবং তৌফিকা ফুডস।
মূল্যবৃদ্ধি পেয়েছে যেসব কোম্পানির তারমধ্যে অন্যতম হলো যথাক্রমে- তুং হাই নিটিং, গ্লোবাল হেভি কেমিক্যালস, ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, কপারটেক ইন্ডাস্ট্রিজ, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, রিলায়েন্স ওয়ান, আফতাব অটোমোবাইলস, বিডি থাই অ্যালুমিনিয়াম এবং অলিম্পিক এক্সেসরিজ।
গত সপ্তাহে সিএসই’তে দর হারিয়েছে যথাক্রমে- অ্যারামিট সিমেন্ট, জিবিবি পাওয়ার, বিকন ফার্মাসিউটিক্যালস, গোল্ডেন জুবিলি মিউ.ফান্ড, সানলাইফ ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, কোহিনূর কেমিক্যালস, প্রভাতী ইন্স্যুরেন্স, সোস্যাল ইসলামী ব্যাংক এবং আইসিবি।
বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে : গত সপ্তাহের (২ থেকে ৬ জুন) পাঁচ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। গত সপ্তাহের শুরুতে ডিএসইর সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ছিল ৯.৭৮ পয়েন্টে। যা সপ্তাহ শেষে অবস্থান করছে ৯.৭১ পয়েন্টে। উল্লেখ্য, সপ্তাহের ব্যবধানে পিই রেশিও কমেছে ৭ পয়েন্ট বা ০.৭১ শতাংশ।
পুঁজিবাজারে বাজেটের গুঞ্জন : আগামী ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজার কি পেল এ নিয়ে চলছে নানা ধরনের আলোচনা-সমালোচনা । অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারে ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ক্যাপিটাল গেইনের (মূলধনী মুনাফা) ওপর কোনো কর বসবে না। তবে, ৫০ লাখ টাকার বেশি মুনাফা করলে তার ওপর কর দিতে হবে। আশা করি এর ফলে শেয়ারবাজারে বিনিয়োগকারীরা উপকৃত হবেন। অর্থমন্ত্রী বলেন, কর কাঠামোতে মূল্যস্ফিতি নিয়ন্ত্রণের জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। বিশেষ করে শেয়ারবাজারে লেনদেনের মাধ্যমে যে ক্যাপিটাল গেইন (মূলধনী মুনাফা) হবে, সেটা রিয়েলাইজড অর্থর পরিমাণ ৫০ লাখ টাকার বেশি হলে শুধু তার ওপর সরকারকে ১৫ শতাংশ হারে কর দিতে হবে। রিয়েলাইজড ক্যাপিটাল গেইন ৫০ লাখ টাকার কম হলে তা করযোগ্য হবে না।


আরো সংবাদ



premium cement
জাতি ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা অবশ্যই ব্যর্থ হবে : আমিরে জামায়াত অবসরে গেলেন আপিল বিভাগের বিচারপতি সৈয়দ জিয়াউল করিম জাতিসঙ্ঘের আরো জোরদার সহযোগিতার আহ্বান ঢাকার আওয়ামী লীগ একটি পাপিষ্ঠ দলের নাম : মাসুদ সাঈদী বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা : কুলাউড়ায় আ’লীগ নেতা আজাদ গ্রেফতার খুনকে অপমৃত্যু হিসেবে রেকর্ড করলেই ওসি দায়ী : ডিএমপি কমিশনার সিরিয়াকে বশে রাখতে দামেস্কের কাছে নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করতে চায় ইসরাইল ভারতের সাথে বিদ্যুৎ নিয়ে চুক্তিগুলো বাতিল সহজ নয় : রিজওয়ানা হাসান গৌরনদীতে মাদককারবারির কারাদণ্ড ভারতের আগরতলা অভিমুখে লংমার্চ, ভৈরবে বিএনপির পথসভা ওমানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে প্রবাসীর মৃত্যু

সকল