নকিয়া ফোনের রিটেইলারদের জন্য স্ক্র্যাচ কার্ড ক্যাম্পেইন সম্পন্ন
- ০৬ জুন ২০২৪, ০০:০৫
নকিয়া ফিচার ফোনের রিটেইল পার্টনারদের নিয়ে মাসব্যাপী বিশেষ স্ক্র্যাচ কার্ড ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে। সেলেক্সট্রা লিমিটেড ও এইচএমডি গ্লোবাল। গত মে মাস জুড়ে নকিয়া-১০৫ ও নকিয়া-১০৬ মডেলের সেট নিয়ে পরিচালিত হয় এই ক্যাম্পেইন। নকিয়ার রিটেইল পার্টনারদের জন্য ছিল এসইউভি গাড়িসহ নানান আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ। স্ক্র্যাচ কার্ড ক্যাম্পেইনে সম্পূর্ণ নতুন এসইউভি গাড়ির পাশাপাশি আরো ছিল নিউ ইয়র্ক, সিঙ্গাপুর, দুবাই থাইল্যান্ড এবং নেপাল ভ্রমণের বিমান টিকিট, এসি, রেফ্রিজারেটরসহ বিভিন্ন অঙ্কের নগদ ক্যাশব্যাক। ক্যাম্পেইন শেষে গত মঙ্গলবার ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনের মাধ্যমে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে সৌভাগ্যবান বিজয়ী রিটেইলারদের সাথে আরো উপস্থিত ছিলেন, নকিয়া ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান এইচএমডি-এর কান্ট্রি ম্যানেজার মশিউর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।