১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

‘ভিশন’ নিয়ে এলো ৬০টি মডেলের নতুন রেফ্রিজারেটর

-

কোরবানি ঈদ সামনে রেখে ‘ভিশন’ নিয়ে এলো ৬০টি নতুন মডেলের রেফ্রিজারেটর। আকর্ষণীয় ডিজাইন ও বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে মডেলগুলো। গতকাল নরসিংদীর ডাঙ্গায় আরএফএল ইলেকট্রনিক্সের নিজস্ব কারখানায় এক অনুষ্ঠানের মাধ্যমে এসব মডেল উন্মোচন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।
অনুষ্ঠানে আর এন পাল বলেন, উন্নত কাঁচামাল ও অত্যাধুনিক ইতালিয়ান প্রযুক্তি ব্যবহার হচ্ছে ভিশন ফ্রিজ তৈরিতে। ফ্রিজের খাবার সতেজ, টাটকা ও ব্যাকটেরিয়া মুক্ত রাখতে ব্যবহার করা হয়েছে শতভাগ ফুড গ্রেড উপাদান ও অ্যান্টি ব্যাকটেরিয়াল গ্যাসকেট। শক্তিশালী কম্প্রেসার ও শতভাগ কপার কন্ডেনসার ব্যবহার করায় ভিশন ফ্রিজ দ্রুত ঠান্ডা করে।
আরএফএল ইলেকট্রনিক্সের নির্বাহী পরিচালক নূর আলম জানান, ভিশনের রেফ্রিজারেটরে রয়েছে পাঁচ বছরের বিক্রয়োত্তর সেবা এবং কম্প্রেসারে রয়েছে ১০ বছরের ওয়ারেন্টি। ক্রেতারা ৩ মাস থেকে ১২ মাস পর্যন্ত কিস্তিতে ভিশন রেফ্রিজারেটর ক্রয়ের সুযোগ পাচ্ছেন।
অনুষ্ঠানে আরএফএল ইলেকট্রনিক্সের হেড অব মার্কেটিং মোহিত চক্রবর্তী, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (অপারেশন) রাজন আলী ও অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার রিফাত হাসানসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement