নাম্বার ওয়ান বাবার কৃতী সন্তান সংবর্ধনা
- ০৬ জুন ২০২৪, ০০:০৫
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের নাম্বার ওয়ানের সৌজন্যে গতকাল রাজধানীর একটি হোটেলে ‘নাম্বার ওয়ান বাবার কৃতী সন্তান সংবর্ধনা ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। জমকালো অনুষ্ঠানে সারা দেশের যেসব প্রান্তিক চা দোকানিদের সন্তানরা মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে তাদের এবং তাদের গর্বিত পরিবারকে সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে ৫০ শিক্ষার্থী এবং তাদের বাবা-মা উপস্থিত ছিলেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চিফ অ্যাকাউন্ট অফিসার মোহাম্মদ রহমতুল্লাহ খন্দকার, গালিব বিন মোহাম্মদ এস কে বেলাল হোসাইন (জেনারেল ম্যানেজার, একাউন্টস), মো: আক্তারুল আলম শাহ, জেনারেল ম্যানেজার-সেলস এফএমসিজি, মোহাম্মদ আহসানুল্লাহ (সিনিয়র ডিজিএম সেলস, এফএমসিজি), মুহাম্মদ মাহবুবুর রহমান, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, ব্র্যান্ড, এফএমসিজি সহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।
সংবর্ধনা অনুষ্ঠানে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চিফ অ্যাকাউন্ট অফিসার মোহাম্মদ রহমতুল্লাহ খন্দকার বলেন, ‘প্রতিটি সন্তানের সফলতার পেছনে রয়েছে বাবা ও মায়ের অনেক ত্যাগ ও সংগ্রাম। আমরা সেই সব বাবা-মায়ের সন্তানদের জন্য এই সংবর্ধনা আয়োজন করতে পেরে আমরা গর্বিত।’ বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা