১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

না’গঞ্জে মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণকাজ পরিদর্শন বিশ্বব্যাংক প্রতিনিধিদলের

-

নারায়ণগঞ্জ নদীবন্দর কর্তৃপক্ষের ভবনের পাশে মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণ প্রকল্প কাজ পরিদর্শন করেছেন বিশ্বব্যাংকের ট্যাকনিক্যাল সাপোর্ট সদস্য ডা: ক্যাপ্টেন সোলাঙ্কি। গতকাল মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের মাছঘাট এলাকায় শীতলক্ষ্যা পাড়ে নারায়ণগঞ্জ নদীবন্দর কর্তৃপক্ষের ভবনের পাশে মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণ প্রকল্পের কাজ দেখতে আসেন তিনি। এ সময় নদীবন্দর কর্তৃপক্ষ ও প্রকল্প সংশ্লিষ্টরা সেখানে উপস্থিত ছিলেন।
বিশ্বব্যাংকের অর্থায়নে চলমান এই প্রকল্পের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন ডা: ক্যাপ্টেন সোলাঙ্কি।
প্রকল্পের পরিচালক (পিডি) বিআইডব্লিউটিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: আইয়ুব আলী জানান, উনি আমাদের পাইলিং কার্যক্রম দেখতে এসেছিলেন। সকাল ৯টায় পরিদর্শনে এসে ১৫ মিনিটের মতো থেকে তিনি চলে যান। ৪০০ ফুটের এই কার্যক্রমে ২১৩টা পাইল হওয়ার কথা। এখানে ইতোমধ্যে ৪৪টি পাইল সম্পন্ন হয়েছে। উনি আমাদের কাজ দেখে সন্তোষ প্রকাশ করেছেন। আইয়ুব আলী আরো জানান, নারায়ণগঞ্জ নদীবন্দর কর্তৃপক্ষের ভবনের পাশে বাংলাদেশ রিজিওনাল ওয়াটারওয়ে ট্রান্সপোর্ট প্রজেক্ট-১ এর আওতায় ২৯০ মিটার জায়গাজুড়ে মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণের প্রকল্প নিয়েছে বিআইডব্লিউটিএ। বিশ্বব্যাংকের অর্থায়নে এখানে নতুন চারতলা টার্মিনাল ভবন ও পার্কিং প্লেস নির্মাণ করা হচ্ছে। এ দিকে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সামনে লালকার্ড প্রদশনের কর্মসূচি ঘোষণা করেন পরিবেশবাদী আন্দোলনকারীরা। মঙ্গলবার সকালে বিআইডব্লিউটিএর কার্যালয়ের সামনে ‘লক্ষ্যাপাড়ের গাছ রক্ষায় নারায়ণগঞ্জবাসী’র আয়োজনে এক সমাবেশ করে এই প্রতিবাদ জানানো হয়।
নারায়ণগঞ্জে প্রবেশাধিকার ও প্রয়োজনীয় কাঠামোসহ একটি যাত্রী টার্মিনালের উন্নয়ন বাস্তবায়নের জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ শীতলক্ষ্যা নদীর পাড়ের প্রায় ৮০টির বেশী গাছ কেটে ফেলেছে। এর প্রতিবাদ জানিয়ে লক্ষ্যাপাড়ের গাছ রক্ষায় নারায়ণগঞ্জবাসী সভা সমাবেশ কর্মসূচি পালন করছে। এ অবস্থায় সকালে প্রকল্পের কাজ পরিদর্শনে আসেন বিশ্বব্যাংকের প্রতিনিধিদল।
শীতলক্ষ্যা পাড়ের গাছ রক্ষায় নারায়ণগঞ্জবাসী কমিটির সভাপতি কবি আরিফ বুলবুলের সভাপতিত্বে সঞ্চালনা করেছেন সদস্যসচিব শুভ দেব। এ ছাড়াও সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সমন্বয়ক নিয়ামুর রশিদ খান বিপ্লব, নির্বাহী সমন্বয়ক পপি রাণী সরকার, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়ক অঞ্জন দাস প্রমুখ।


আরো সংবাদ



premium cement
স্বাধীনতা যুদ্ধের সঠিক, প্রকৃত ইতিহাস লেখা হয়নি: বদরুদ্দীন উমর রাজশাহীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী গ্রেফতার জামায়াত নেতা ড. তাহের সম্পর্কে সাংবাদিক ইলিয়াসের মন্তব্যের প্রতিবাদ গাজীপুরে নতুন ট্রেন ও অসমাপ্ত বিআরটি লেনে বিআরটি বাস সার্ভিসের উদ্বোধন বেনজীর ও মতিউরের বিরুদ্ধে দুদকের ৬ মামলা ছিনতাই রোধে রাজধানীতে শেষ রাতে পুলিশি টহল বাড়ানোর নির্দেশ পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সাথে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ জামায়াতের একজন নেতাও মানবতাবিরোধী অপরাধ করেনি: ড. মাসুদ মালয়েশিয়ায় বেতন না পেয়ে কোম্পানির অফিস ঘেরাও-অবরোধ, যা বলল বাংলাদেশ দূতাবাস সংস্কার বা পরিবর্তন সবকিছু শুরু হয়েছিল বিএনপির হাত ধরেই : মির্জা ফখরুল ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি ৩৭৩

সকল