এমিরেটস-আইসিসি পার্টনারশীপের মেয়াদ ৮ বছর বৃদ্ধি
- ০২ জুন ২০২৪, ০০:০৫
এমিরেটস এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের বৈশ্বিক পার্টনারশীপ আরো আট বছর বৃদ্ধির ঘোষণা দিয়েছে। ২০৩১ সাল পর্যন্ত অনুষ্ঠিতব্য ২৮টি আইসিসি পুরুষ এবং মহিলা ইভেন্টের ক্ষেত্রে এই পার্টনারশীপ কার্যকর হবে, যার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে- আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, টি-২০ ওয়ার্ল্ড কাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি।
চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য আইসিসি পুরুষ টি-২০ ওয়ার্ল্ড কাপ থেকে নতুন এই মেয়াদ বৃদ্ধির চুক্তি কার্যকর হবে। পার্টনারশীপের অধীনে বিশ্বকাপ চলাকালে খেলার মাঠে এমিরেটসের ‘ফ্লাই বেটার’ ব্র্যান্ডিং এমিরেটস আইসিসি আম্পায়ার এলিট প্যানেল, ম্যাচ রেফারি এবং আইসিসি ম্যাচ কর্মকর্তাদের পোশাকে শোভা পাবে। এ ছাড়াও, ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) এবং থার্ড আম্পায়ার সিদ্ধান্ত ঘোষণাকালেও এমিরেটস ব্র্যান্ডিং প্রদর্শিত হবে। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা