রামগড়ে ওয়ালটনের ‘ননস্টপ মিলিয়নিয়ার’ ক্যাম্পেইন
- রামগড় (খাগড়াছড়ি) সংবাদদাতা
- ০২ জুন ২০২৪, ০০:০৫
সেরা পণ্যে সেরা অফার’ স্লোগানে খাগড়াছড়ির রামগড়ে শুরু হয়েছে ওয়ালটনের ‘ননস্টপ মিলিয়নিয়ার’ ক্যাম্পেইনের ব্র্যান্ডিং কার্যক্রম। ওয়ালটন ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০’ এ ঘোষিত ননস্টপ মিলিয়নিয়ার অফার উপলক্ষে রামগড়ে বর্ণাঢ্য র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সোমা ইলেকট্রনিক্স রামগড় ওয়ালটন প্লাজা রামগড় শাখার ব্যবস্থাপক তাপস বিশ্বাসের পরিচালনায় শতাধিক গাড়ি নিয়ে জাঁকজমকপূর্ণ একটি র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহর প্রদক্ষিণ করে রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।
রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে প্রচারণামূলক কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, ওয়ালটন গ্রুপের রাঙ্গামাটি জোনের আঞ্চলিক ব্যবস্থাপক মো: সেলিম হোসেন, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু দাউদ, রামগড় প্রেস ক্লাবের সভাপতি শ্যামল রুদ্র, সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, সাংবাদিক ও রামগড় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফয়েজ আহমেদ মিলন ও সাংবাদিক করিম শাহসহ প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা