সাউদার্ন ইউনিভার্সিটিতে মানবসম্পদ ব্যবস্থাপনার প্রশিক্ষণ কর্মশালা
- ২৯ মে ২০২৪, ০০:০৫
একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে সাউদার্ন ইউনিভার্সিটিতে দিনব্যাপী ‘সাংগঠনিক পুনর্গঠনে মানবসম্পদ ব্যবস্থাপনার ভূমিকা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে অনুষ্ঠিত হয়েছে। একাডেমিক কোর্সে পারদর্শিতার পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতার আলোকে দক্ষতা অর্জনসহ নানা বিষয়ে ধারণা দিতে এ কর্মশালার আয়োজন করা হয়। ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন হাইডেলবার্গ সিমেন্ট, চট্টগ্রামের হেড অব এইচ আর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, মিজানুর রহমান। ব্যবসায় প্রশাসন বিভাগের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই কর্মশালায় এমবিএ’র ৪০ জন শিক্ষার্থী অংশ নেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা