১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

২ ঘণ্টা বন্ধের পর উত্তরা-মতিঝিল পূর্ণাঙ্গ রুটে মেট্রোরেল চালু

২ ঘণ্টা বন্ধের পর উত্তরা-মতিঝিল পূর্ণাঙ্গ রুটে মেট্রোরেল চালু -

ঝড়ের কারণে শাহবাগ-সচিবালয় মেট্রোরেল স্টেশনের মাঝামাঝি স্থানে ভায়াডাক্টের উপর গাছের ডাল এবং মতিঝিল স্টেশনসংলগ্ন এলাকায় সোলার প্যানেল পড়ে গিয়ে এই অংশে গতকাল মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছিল।
দুই ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরা-মতিঝিল পূর্ণাঙ্গ রুটে মেট্রোরেল চালু হয়েছে।
এ ছাড়া সিগন্যাল ব্যবস্থার দুর্বলতার কারণে সোমবার বিকেল ৫টার দিকে আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়।
পরে সন্ধ্যা ৭টা থেকে পূর্ণ রুটে অর্থাৎ উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল নিয়মিত চলাচল শুরু করে বলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে।

এক ফেসবুক পোস্টে ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানায়, ঝড়ের কারণে শাহবাগ-সচিবালয় মেট্রোরেল স্টেশনের মাঝামাঝি স্থানে ভায়াডাক্টের উপর গাছের ডাল এবং মতিঝিল স্টেশনসংলগ্ন এলাকায় সোলার প্যানেল পড়ে গিয়ে এই অংশে মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ রাখা হয়।
এরপর সন্ধ্যা পৌনে ৭টার দিকে প্রথমে উত্তরা থেকে কারওয়ান বাজার পর্যন্ত এবং পরে ৭টা থেকে উত্তরা-মতিঝিল পূর্ণাঙ্গ রুটে মেট্রোরেল চলাচল শুরু হয়।
এর আগে, সোমবার সকালে উত্তরা উত্তর থেকে মতিঝিলের মধ্যে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। সকাল সাড়ে ৭টা থেকে প্রায় দেড় ঘণ্টা মেট্রোরেল চলাচল বন্ধ থাকে। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ত্রুটির কারণে এ সমস্যা হয়েছিল বলে মেট্রোরেল কর্তৃপক্ষের এক কর্মকর্তা সকালে জানান।

 


আরো সংবাদ



premium cement
সিরিয়ার বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র খেয়ালখুশিমতো খরচ হয়েছে জলবায়ু তহবিলের অর্থ গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন : র‌্যাব বিলুপ্তির সুপারিশ আরাকানে সাড়ে ৪ শ’সেনা নিহত, জান্তার নিয়ন্ত্রণ শেষ বিপাকে রোহিঙ্গারা ভারতসহ সাত ‘অসহযোগী’ দেশের তালিকা ঘোষণা যুক্তরাষ্ট্রের সিরীয়রা স্বাধীনতা উদযাপনের সময় দামেস্কে ইসরাইলের হামলা আগামীতে সবাইকে নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে বেক্সিমকোর জন্য ১৮০ কোটি টাকা ছাড় করছে জনতা ব্যাংক বেকারত্বহীন বাংলাদেশ গঠনে কাজ করছে জামায়াত : ডা: শফিক বিজয় ঘোষণার অপেক্ষা ভারতকে দেয়া সুইজারল্যান্ডের বিশেষ সুবিধা প্রত্যাহার

সকল