সাউদার্ন ইউনিভার্সিটি ইনডোর গেমসের পুরস্কার বিতরণ
- ২৭ মে ২০২৪, ০০:০৫
সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ইনডোর গেমসের পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। রোববার স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিননগরে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভিসি (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান। সভাপতিত্ব করেন স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক প্রকৌশলী আশুতোষ নাথ। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. শরীফুজ্জামান ও ডেপুটি রেজিস্ট্রার আ ফ ম মোদাচ্ছের আলী। ক্রীড়া কর্মকর্তা সাইফুল্লাহ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুরকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী মো: আবুল হাছান, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান শাকিনা সুলতানা পমি। বিজ্ঞপ্তি।