১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শিক্ষাকার্যক্রম পরিচালনার অনুমোদন পেল শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি

-

সম্প্রতি প্রিমিয়ার গ্রুপ ও প্রিমিয়ার ব্যাংক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা: এইচ বি এম ইকবালের প্রতিষ্ঠিত ‘শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ এর শিক্ষাকার্যক্রম পরিচালনার অনুমোদন পেয়েছে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার প্রত্যন্ত গ্রাম বাঁশগাড়ীতে। পরবর্তীতে এই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী কাম্পাসের ভিত্তিপ্রস্থর স্থাপনের সময় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে স্থায়ী ক্যাম্পাসের যাত্রা শুরুর আশাবাদ ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা: ইকবাল। এরইমধ্যে শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সামার সেশনের (জুলাই, ২০২৪) ভর্তিকার্যক্রম শুরু হয়েছে।
এই উপলক্ষে শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্যাম্পাসে ২০২৩ সালের এইচএসসি এবং সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের এবং ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের জন্য শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে সম্প্রতি সংবর্ধনা ও লাইভ কনসার্টের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এইচ বি এম লুৎফর রহমান, ট্রাস্টি বোর্ড মেম্বার, শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এ ছাড়াও বিশেষ অতিথি ছিলেন এইচ বি এম শোয়েব রহমান, ট্রাস্টি বোর্ড মেম্বার, শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি; দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির সৈয়দ নওশের আলী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (চলতি দায়িত্ব); নাসিম সেকান্দার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক; নিয়ামত উদ্দিন আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক; ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মোহাম্মদ গোলাম হোসেন সরকার (পিএসসি), উপদেষ্টা, জেড. রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল অ্যান্ড কলেজ; ইফতেখার হোসেন বেনু, মেয়র, ভৈরব পৌরসভা, আবদুস সালাম শাহরিয়ার, চেয়ারম্যান গজারিয়া ইউনিয়ন; ডা: এমদাদুল ইসলাম, উপদেষ্টা, শেখ হাসিনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও গবেষক, সাসাকাওয়া পিস ফাউন্ডেশন, জাপান; ডা: বিজন কুমার মিত্র, উপপরিচালক, ইনস্টিটিউট অব গ্লোবাল এনভায়রনমেন্টাল স্ট্র্যাটেজিজ, জাপান; প্রফেসর ডা: কোজো ওয়াতানাবে, এহিমে ইউনিভার্সিটি, জাপান; প্রফেসর ডা: আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, এহিমে ইউনিভার্সিটি ও শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রস্তাবিত ভাইস চ্যান্সেলর এবং প্রফেসর ডা: প্রফুল্ল চন্দ্র সরকার, উপদেষ্টা, শেখ হাসিনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি; মো: তারেক উদ্দিন, ইভিপি ও ব্র্যান্ড মার্কেটিং ও কমিউনিকেশন বিভাগ প্রধান, দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement
হামাসের সাথে চুক্তি চায় ৭২ শতাংশ ইসরাইলি গাজার উত্তরের সর্বশেষ অর্থোপেডিক সার্জন নিহত মালয়েশিয়ায় বাধ্য শ্রমের অভিযোগ : মামলার অনুমতি পেল বাংলাদেশী শ্রমিকরা বিজয় দিবসে নিরাপত্তা ঝুঁকি নেই : ঢাকা রেঞ্জ ডিআইজি ইসলামি শ্রমনীতি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে : মুহাম্মদ শাহাজাহান অভিবাসী ফেরত না নিলে সম্পর্ক ছিন্ন করার হুমকি ট্রাম্পের খুলনা রেলস্টেশনের স্ক্রিনে ভেসে উঠল ‘শেখ হাসিনা আবার আসবে’ ঘূর্ণিঝড় চিডোর কারণে ফ্রান্সের মায়োটে সর্বোচ্চ সতর্কতা জারি ঢাকায় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা মুক্তিযোদ্ধা দলের মহাসমাবেশে যোগ দেবেন খালেদা জিয়া একই দিনে তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা বিপাকে

সকল