আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পুরস্কার অর্জন
- ২৪ মে ২০২৪, ০০:০৫
আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড, আইসিবির একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান। পুঁজিবাজারে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক প্রদত্ত ‘স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পুরস্কার, ২০২৩’ এর সম্পদ ব্যবস্থাপক কোম্পানি ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কার অর্জন করেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পুঁজিবাজারে নারী ও স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পুরস্কার, ২০২৩ শীর্ষক অনুষ্ঠানে উক্ত পুরস্কার প্রদান করা হয়। আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার ক্রেস্ট গ্রহণ করেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।