০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার পেল প্রাণ-আরএফএল গ্রুপের ২টি প্রতিষ্ঠান

-

জাতীয় অর্থনীতিতে শিল্প খাতে অবদানের স্বীকৃতি হিসেবে ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০২১’ পেয়েছে প্রাণ-আরএফএলের অঙ্গপ্রতিষ্ঠান প্রাণ ডেইরি লিমিটেড ও রংপুর ফাউন্ড্রি লিমিটেড। বৃহৎ শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে প্রাণ ডেইরি লিমিটেড ও ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে দ্বিতীয় হয়েছে রংপুর ফাউন্ড্রি লিমিটেড।
বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে ছয় ক্যাটাগরিতে ২০টি প্রতিষ্ঠানকে ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০২১’ প্রদান করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এসময় কৃষিমন্ত্রী ড. মো: আব্দুস শহীদ, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা এবং এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রাণ ডেইরি লিমিটেডের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা এবং রংপুর ফাউন্ড্রি লিমিটেডের পক্ষে পুরস্কার গ্রহণ করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement