০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

সোনালী ব্যাংকের মোবাইল অ্যাপ পেল ‘শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ’ পুরস্কার

-

সোনালী ব্যাংকের বিদ্যমান সেবার মধ্যে বিপুল গ্রাহক সন্তুষ্টি ও জনপ্রিয়তা অর্জন করা সোনালী ই-ওয়ালেট অ্যাপ লাভ করেছে ‘শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ’ পুরস্কার। চালুর পর থেকেই সাড়া জাগানো এই মোবাইল অ্যাপটিতে প্রতিনিয়ত যোগ হচ্ছে দারুণ সব ফিচার। এতে করে ঘরে বসেই দেশ ও বিদেশ থেকে গ্রাহকরা দ্রুত সময়ে সোনালী ব্যাংকের বিভিন্ন সেবা নিতে পারছেন খুব সহজেই। বর্তমানে এই অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ১১ লক্ষাধিক। দৈনিক লেনদেনের সংখ্যা গড়ে ৫৩ হাজারের বেশি।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২৩-২৪-এর ইনোভেশন প্রদর্শনীর (শোকেসিং) রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক ক্যাটাগরিতে সোনালী ই-ওয়ালেট অ্যাপটিকে শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ হিসেবে নির্বাচন করা হয়। গত মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান সোনালী ব্যাংক পিএলসির প্রতিনিধির হাতে এ পুরস্কার হিসেবে সনদ ও ক্রেস্ট তুলে দেন।
সোনালী ই-ওয়ালেট অ্যাপ ব্যবহার করে ২৪ ঘণ্টা গ্রাহক ব্যাংকের এক হিসাব থেকে অন্য হিসাবে টাকা স্থানান্তর, সোনালী ব্যাংকের হিসাব থেকে অন্য যেকোনো ব্যাংকের হিসাবে ই-ওয়ালেটের মাধ্যমে টাকা স্থানান্তর, মোবাইল ফোনে ব্যালান্স রিচার্জ, অ্যাকাউন্ট ব্যালান্স চেক ও স্টেটমেন্ট চেক, এনপিএসবি, বিইএফটিএন করে টাকা পাঠানো, বিভিন্ন ইউটিলিটি বিল পরিশোধ, ডিপিডিসি, বিটিসিএল ও ডেসকোর বিল পরিশোধ, ক্রেডিট কার্ডের বিল এবং বিভিন্ন মেয়াদি ডিপিএসের মাসিক কিস্তি জমা ও মার্চেন্ট পেমেন্টসহ নানাবিধ সেবা পাচ্ছেন। এ ছাড়া এই অ্যাপ ব্যবহার করে সঞ্চয়ী হিসাব ও ক্রেডিট কার্ডের টাকা মোবাইল ফাইন্যান্সিং সার্ভিস হিসাবেও জমা করা যায়।
সাম্প্রতিক সময়ে ই-ওয়ালেট অ্যাপে যুক্ত হয়েছে আরো কিছু নতুন সেবা। বিদ্যমান ফিচারের পাশাপাশি এই অ্যাপের মাধ্যমে এখন গ্রাহকরা ঘরে বসেই ডিপিএস ও এফডিআর হিসাব খুলতে পারবেন। বিভিন্ন ঋণের কিস্তি পরিশোধ ছাড়াও অ্যাপ থেকেই ডেবিট কার্ডের বিভিন্ন সেবা, চেক বইয়ের চাহিদা ও ট্যাক্স রিটার্ন স্লিপ আপলোড করতে পারবেন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement

সকল