সোনালী ব্যাংকে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- ২২ মে ২০২৪, ০০:০৫
সোনালী ব্যাংক পিএলসির বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় ‘তথ্য অধিকার আইন-২০০৯’ সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চিফ এক্সিকিউটিভ অফিসার (অতিরিক্ত দায়িত্ব) সঞ্চিয়া বিনতে আলী। ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কাজী মো: ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব মীনাক্ষী বর্মণ এবং সমন্বয়কারী হিসেবে ছিলেন জেনারেল ম্যানেজার মো: মনিরুজ্জামান। কর্মশালায় ব্যাংকের অন্যান্য ডেপুটি ম্যানেজিং ডিরেক্টররা, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজাররাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সরাসরি এবং সব জেনারেল ম্যানেজার’স অফিস, প্রিন্সিপাল অফিস, করপোরেট শাখাপ্রধান ও সব শাখা ম্যানেজার ভার্চুয়ালি অংশ নেন। বিজ্ঞপ্তি।