১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মাধ্যমিকের ভর্তি ফি কোষাগারে জমা দেয়ার নির্দেশে বাআশিফের নিন্দা

-

সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরি স্বাক্ষরিত এক চিঠিতে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৩-২৪ অর্থবছরে শিক্ষার্থীদের ভর্তি ফির টাকা সরকারি কোষাগারে জমা দেয়ার নির্দেশ দিয়েছে। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের (বাআশিফা) কেন্দ্রীয় সভাপতি প্রফেসর ড. এম কোরবান আলী ও জেনারেল সেক্রেটারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এ বি এম ফজলুল করীম এক যৌথ বিবৃতিতে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, জিয়াউল হায়দার হেনরি স্বাক্ষরিত মাউশির ওয়েবসাইটে প্রকাশিত উক্ত চিঠিতে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৩-২৪ অর্থবছরের গৃহীত ভর্তি ফি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক সরকারি কোষাগারে জমাদান সংক্রান্ত চালানের কপি গ্রহণপূর্বক শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা আগামী চার কর্মদিবসের মধ্যে অধিদফতরে পাঠানোর জন্য অনুরোধ করা হয়। যদিও স্কুলে ভর্তির বিপুল পরিমাণ অর্থ এরই মধ্যে শিক্ষাসামগ্রী, শিক্ষকদের বেতন, ঈদের বোনাস ও জাতীয় অনুষ্ঠান আয়োজনে ব্যয় হয়েছে বলে বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানরা দাবি করেছেন। কেউ কেউ মনে করছেন, বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসা জাতীয়করন করার পর এমন সিদ্ধান্ত হতে পারতো। শিক্ষক নেতাদের ও শিক্ষকদের সাথে মত বিনিময় করা একান্ত দরকার ছিল। তবে এ নিয়ে আলোচনা ছাড়া এত বড় সিদ্ধান্ত কিভাবে সম্ভব তা তারা ভেবে পাচ্ছি না। কাউকে না জানিয়ে সিদ্ধান্ত নেয়ায় প্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষকসহ সব শিক্ষক ক্ষোভ প্রকাশ করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, বাংলাদেশের শিক্ষকরা এমনিতেই অল্প বেতন পেয়ে থাকেন। যা দিয়ে তাদের পরিবার-পরিজন নিয়ে বর্তমান সময়ে জীবন-যাপন করা কঠিন। শিক্ষার্থীদের ভর্তি ফি থেকে যা আয় হয় তা দিয়ে তারা কোনোরকমে দিনাতিপান করেন। এমতাবস্থায় যদি তাদের এই সামান্য আয়ের মধ্যেও মাউশি ভাগ বসায় তাহলে তাদের বেঁচে থাকাই কঠিন হয়ে যাবে। কোথায় শিক্ষকদের বেতনভাতা বৃদ্ধি করে তাদের জীবনমান উন্নত করবে তা না করে উল্টা তাদের সামান্য আয়ও সরকারি কোষাগারে জমা দিতে হবে। হঠাৎ করে ভর্তি ফি সরকারি কোষাগারে জমা দেয়ার এ সিদ্ধান্ত শিক্ষকদের ওপর বজ্রপাতের শামিল। আমরা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) হঠকারী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি।


আরো সংবাদ



premium cement
সিরিয়ার নতুন সরকারের সাথে যোগাযোগ রাশিয়ার সিরিয়ার নতুন শাসকদের প্রতি হিজবুল্লাহপ্রধানের আহ্বান ইসরাইলের সাথে সঙ্ঘাতে আগ্রহী নন সিরিয়ার নতুন নেতা সাবেক ফুটবলার কাভেলাশভিলিই জর্জিয়ার প্রেসিডেন্ট ঘড়ির সময় বদলাতে চান না ট্রাম্প ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে অস্ত্র বাংলাদেশ : ওয়েইসি সিরিয়ার বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র খেয়ালখুশিমতো খরচ হয়েছে জলবায়ু তহবিলের অর্থ গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন : র‌্যাব বিলুপ্তির সুপারিশ আরাকানে সাড়ে ৪ শ’সেনা নিহত, জান্তার নিয়ন্ত্রণ শেষ বিপাকে রোহিঙ্গারা ভারতসহ সাত ‘অসহযোগী’ দেশের তালিকা ঘোষণা যুক্তরাষ্ট্রের

সকল