ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ
- ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা
- ২০ মে ২০২৪, ০০:০০
সরকার ঘোষিত বেতনভাতা দেয়ার দাবিতে ময়মনসিংহের ভালুকায় প্রায় এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে পিএ নিট কম্পোজিট মিলের ডাইং ও নিটিং সেকশনের শ্রমিকরা। দাবি আদায়ে রোববার (১৯ মে) উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া এলাকায় তারা ওই অবরোধ কর্মসূচি পালন করেন। এতে মহাসড়কের ওই স্থানের দুই পাশে দীর্ঘ যানজট লেগে যায়। পরে শিল্প ও থানা পুলিশ তাদের দাবির বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করার প্রস্তাব দিলে শ্রমিকরা অবরোধ তুলে মহাসড়কের পাশে করখানার গেটে অবস্থান নেয়।
আন্দোলনরত শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া এলাকায় অবস্থিত পিএ নিট কম্পোজিটের অবস্থান। ওই কারখানার বিভিন্ন বিভাগে প্রায় পাঁচ হাজার শ্রমিক কাজ করেন। করখানা কর্তৃপক্ষ সরকার ঘোষিত স্কেলে বেতনভাতা না দেয়ায় কারখানার নিটিং ও ডাইং সেকশনের শ্রমিকরা রোববার বিকেল ৩টার দিকে তারা মহাসড়কে নেমে আসেন। পরে শিল্প ও থানা পুলিশ তাদের দাবির বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করার প্রস্তাব দিলে শ্রমিকরা অবরোধ তুলে মহাসড়কের পাশে কারখানার গেটে অবস্থান নেয়। এ রিপোর্ট লেখার সময় (সন্ধ্যা সাড়ে ৬টা) দুই পক্ষের মধ্যে আলোচনা চলছিল।
ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আমিনুল ইসলাম জানান, সরকার ঘোষিত বেতন দেয়ার দাবিতে পিএ নিট কম্পোজিট লিমিটেডের শ্রমিকরা মহাসড়কে নেমে আসে। পরে তাদের দাবির বিষয়ে আলোচনার প্রস্তাব দিলে তারা মহাসড়ক ছেড়ে কারখানার গেটে অবস্থান নেয়। তাদের দাবির বিষয়ে আলোচনা চলছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা