আইসিসিবিতে শুরু হয়েছে ‘সেইফকন’ ও ‘কোল্ড চেইন’ প্রদর্শনী
- নিজস্ব প্রতিবেদক
- ১৭ মে ২০২৪, ০০:০৫
অবকাঠামো নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি, সেইফ এইচভিএসিআর ও পানি ব্যবস্থাপনা এবং কোল্ড চেইনের সাথে সংশ্লিষ্টদের জন্য আইসিসিবিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী দু’টি আন্তর্জাতিক প্রদর্শনী ‘সেইফকন ২০২৪’ ও ‘কোল্ড চেইন বাংলাদেশ ২০২৪’। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কুড়িলে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরাতে (আইসিসিবি) সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের আয়োজনে এ আন্তর্জাতিক দুই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো: আমিন হেলালী, অস্ট্রেলিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সৈয়দ মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের (বিসিএসএ) প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী, বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ টি এম আজিজুল আকিল ডেভিড, চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের প্রেসিডেন্ট কে চাংলিয়াং, সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: ফায়জুল আলম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা