১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ প্রতিযোগিতা শুরু

-

বাংলা ভাষা ও সংস্কৃতিচর্চায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে ষষ্ঠবারের মতো শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় টিভি রিয়্যালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’। ‘বাংলায় জাগি ভরপুর’- এ স্লোগানকে সামনে রেখে শুদ্ধ বাংলাচর্চাকে নতুন প্রজন্মের কাছে আরো ছড়িয়ে দেয়ার প্রত্যয়ে দেশের সবচেয়ে জনপ্রিয় চায়ের ব্র্যান্ড ‘ইস্পাহানি মির্জাপুর’ এ প্রতিযোগিতার আয়োজন শুরু করেছে ২০১৭ থেকে। এবার দেশের গণ্ডি পেরিয়ে ভারতের পশ্চিমবঙ্গে পৌঁছে যাবে এ আয়োজন। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আটটি বিভাগীয় শহর ও কুমিল্লা শহরের পাশাপাশি পশ্চিমবঙ্গের কলকাতা শহর থেকে প্রাথমিক বাছাই পরীক্ষার মাধ্যমে নির্বাচিত সেরা ছাত্রছাত্রীরা স্টুডিও রাউন্ডের মূল পর্বে লড়বে বাংলায় শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য। ২০টি পর্বের আকর্ষণীয় এ প্রতিযোগিতার মাধ্যমে চূড়ান্ত বিজয়ীদের নির্বাচন করা হবে, যা পরে চ্যানেল আইয়ের পর্দায় প্রদর্শিত হবে। এ প্রতিযোগিতায় বাংলা ভাষা ও সংস্কৃতি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বিচারকমণ্ডলী পুরো প্রক্রিয়ার সাথে সক্রিয়ভাবে জড়িত থাকবেন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement