এক্সিম ব্যাংক ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স করপোরেট চুক্তি
- ১৭ মে ২০২৪, ০০:০৫
ব্যাংকাস্যুরেন্সের মাধ্যমে লাইফ ইন্স্যুরেন্স পলিসি বিক্রয় কার্যক্রম শুরুর লক্ষ্যে এক্সিম ব্যাংকের সাথে করপোরেট চুক্তি স্বাক্ষর করেছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গতকাল এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এক্সিম ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ ফিরোজ হোসেন এবং ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের এমডি ও সিইও মো: আপেল মাহমুদ। অনুষ্ঠানে এক্সিম ব্যাংকের এডিশনাল এমডি মো: হুমায়ূন কবীর ও শাহ মো: আব্দুল বারী, ডিএমডি মোহা: জসিম উদ্দিন ভূঞা, মাকসুদা খানম এবং মো: মইদুল ইসলাম, ফারইস্ট ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান মো: ইব্রাহীম হোসেন খান, পরিচালক জহুরুল ইসলাম চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্র্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা