জলবায়ু পরিবর্তন নিয়ে ইবিএলের সাথে কাজ করবে যুক্তরাষ্ট্র
- ১৬ মে ২০২৪, ০০:০৫
বেসরকারি ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) প্রবর্তিত ‘ইবিএল ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন অ্যাওয়ার্ড’ বিষয়ে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট। গতকাল রাজধানীর গুলশানের ইএমকে সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সংক্রান্ত ব্যুরোর সফররত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট ডোনাল্ড লু এবং ইবিএলের ভারপ্রাপ্ত এমডি আহমেদ শাহীন।
এর মাধ্যমে ইবিএল ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন অ্যাওয়ার্ড প্রতি বছর দেয়া হবে। বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী এবং জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্প ও উদ্যোগ বাস্তবায়নকারী বিভিন্ন করপোরেট, উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং এনজিওগুলোর উত্তম চর্চা এবং এক্ষেত্রে অসাধারণ নেতৃত্ব প্রদানকারী জলবায়ু অ্যাক্টিভিস্টদের স্বীকৃতি জানানো হবে এই পুরস্কারের মাধ্যমে। পুরস্কার ক্যাটাগরিতে বিভিন্ন খাত ও বিষয় অন্তর্ভুক্ত রয়েছে, যেমন নবায়নযোগ্য জ্বালানি, জল সংরক্ষণ, টেকসই কৃষি, আরবান রেজিলেন্স, জীববৈচিত্র্য সুরক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনায় প্রস্তুতি। অ্যাকাডেমিয়া, সুশীলসমাজ, গণমাধ্যম এবং আন্তর্জাতিক এজেন্সির প্রথিতযশা বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি বিচারক প্যানেল বিজয়ীদের নির্বাচিত করবে। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা