পোর্ট সিটি ইউনিভার্সিটিতে মাদকবিরোধী সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
- ১৬ মে ২০২৪, ০০:০৫
চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (পিসিআইইউ) ‘বিশ্ববিদ্যালয় পর্যায়ে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে গতকাল সকালে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নূরল আনোয়ার, বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক অ্যাডভাইজার প্রফেসর ড. এম মুজিবুর রহমান। মুখ্য আলোচকের ভূমিকা পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রো উত্তর কার্যালয়ের উপ পরিচালক হুমায়ুন কবির খন্দকার, সভাপতির ভূমিকা পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক জাহিদ হোসেন মোল্লা। এ ছাড়াও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম ওসমান গনি। তিনি মাদকের সহজলভ্যতা কমানোর জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরকে অনুরোধ জানান। সেমিনারে শিক্ষার্থীদের পক্ষ থেকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী জাফনুন আসলাম আইভি এবং টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী নূরুল আফসার খালেদ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক রাজেশ্বর দাশের সঞ্চালনায় সেমিনারে আরো উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মফজল আহমদ, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো: ফসিউল আলম, মানবিক, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী, রেজিস্ট্রার মো: ওবায়দুর রহমান, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ছাত্রকল্যাণ উপদেষ্টা, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা