সিআইইউতে যোগ দেয়া নতুনদের ওরিয়েন্টেশন
- ১৬ মে ২০২৪, ০০:০৫
চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) অ্যাকাডেমিক এবং প্রশাসনিক শাখায় ২০২৩ সালের সামার সেমিস্টার থেকে ২০২৪ সালের স্প্রিং পর্যন্ত যোগ দেয়া সব কর্মীকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে ওরিয়েন্টেশন।
সম্প্রতি নগরের জামাল খানের সিআইইউ ক্যাম্পাসের কনফারেন্স রুমে সেন্টার অব এক্সিলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিং (সিইটিএল) শিক্ষক ও কর্মকর্তাদের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিইটিএলের আহ্বায়ক এবং স্কুল অব সায়েন্স ইঞ্জিনিয়ারিং অনুষদের ইটিই বিভাগের প্রধান অধ্যাপক ড. আসিফ ইকবাল।
অনুষ্ঠানে সিআইইউর স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের উপদেষ্টা অধ্যাপক ড. জাহাঙ্গীর বিন সরোয়ার, স্কুল অব ল’র উপদেষ্টা অধ্যাপক সিফাত শারমীন, সহকারী ডিন নাজনীন আক্তার, রেজিস্ট্রার আনজুমান বানু লিমা, পরীক্ষা নিয়ন্ত্রক সরকার কামরুল মামুন, সিআইটিএসের পরিচালক মোস্তাফিজুর রহমান চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের কর্মকর্তা মাহমুদ বিন মোহাম্মদ। বিজ্ঞপ্তি।