১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

টানা পতনে পুঁজিবাজারের আরো ৮১ পয়েন্ট উধাও

-

- বাজার উন্নয়নে ডিএসইর ধারাবাহিক বৈঠক নিষ্ফল
- সাত হাজার ১২০ কোটি চলে গেল বাজার থেকে

টানা পতনের জোয়ারে গা ভাসিয়েছে দেশের পুঁজিবাজার। পতনের টানে ডিএসইতে আরো ৮০.১৪ পয়েন্ট উধাও হয়েছে সূচক থেকে। পুঁজিবাজার উন্নয়ন নিয়ে ঢাকা স্টকের ধারাবাহিক বৈঠক নিষ্ফল হচ্ছে। আরো বিগড়ে যাচ্ছে পুঁজিবাজার। এক দিনেই গতকাল বাজার থেকে মূলধন বের হয়েছে ১ শতাংশ বা সাত হাজার ১২০ কোটি টাকা। চট্টগ্রাম স্টকের প্রধান সূচক থেকে ১৭০ পয়েন্ট উধাও। প্রায় ৮৬ শতাংশ কোম্পানি দর হারিয়েছে। ১৯টি খাতের মধ্যে ১৮টি খাতই লোকসানে কবলে। বীমা খাতের ৫৫টি কোম্পানি পতনের জালে।
পুঁজিবাজার উন্নয়নে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে বৈঠক করছে। কিন্তু এতে কোনো ধরনের ইতিবাচক ফল আসছে না বাজারে। উল্টো হিতে বিপরীত। প্রতিদিনই পয়েন্টের সাথে দর এবং বাজার মূলধন হারাচ্ছে পুঁজিবাজার। বিনিয়োগকারীরা চরম হতাশায় ভুগছে। কোনো ধরনের আশার আলো তারা দেখছে না। শঙ্কিত এখন বিনিয়োগকৃত অর্থ ফিরে পাওয়া নিয়ে।
দিনের লেনদেনের তথ্য পর্যালোচনায় দেখা যায়, ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮১.১৪ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটির আকার ৫ হাজার ৫৮৫.৬১ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১৫.৭৬ পয়েন্ট কমে এক হাজার ২২৫.৭৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৬.০৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৯৯১.৯২ পয়েন্টে। লেনদেন হওয়া ৩৯৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে মাত্র ৩১টির, দর কমেছে ৩৪৩টির বা ৮৫.৯৬ শতাংশের এবং দর অপরিবর্তিত রয়েছে ২৫টির। ডিএসইতে শেয়ার বেচাকেনাও কমেছে। ২০ কোটি দুই হাজার ৩৩৩টি শেয়ার, মিউচুয়াল ফান্ড ও বন্ড হাতবদল হয়েছে ৬৬৪ কোটি ৩৬ লাখ ৬৮ হাজার টাকা বাজারমূল্যে; যা সোমবার থেকে ৩০৩ কোটি ৬৬ লাখ টাকা কম। সোমবার লেনদেন হয়েছিল ৯৬৮ কোটি দুই লাখ টাকার।
এ দিকে ডিএসইর ব্লক মার্কেটে গতকাল ৪৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৭৪ লাখ ৫৯ হাজার ৯০০টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড মোট ৩৪ কোটি ৯২ লাখ ৩৯ হাজার টাকায় লেনদেন হয়েছে। তবে সবচেয়ে লেনদেন হয়েছে সোনালি আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। কোম্পানিটির পাঁচ কোটি ৩২ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ রিলায়ান্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের চার কোটি ৪১ লাখ ৭২ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে। মোট ছয় কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ২১ লাখ টাকারও বেশি।
তথ্য থেকে জানা যায়, শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫৮টি কোম্পানি রয়েছে। এর মধ্যে আজ ডিএসইতে বীমা খাতের কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৫৫টি এবং কমেছে তিনটি কোম্পানির দর। আজ এ খাতে মোট এক কোটি সাত লাখ ৭৯ হাজার ৫৭৪টি শেয়ার ১৬ হাজার ৩৭৪ বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৬৪ কোটি ৯০ লাখ টাকা।
অন্য দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৭০.৯৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ১৬৪.৯৯ পয়েন্টে। আর সিএসসিএক্স ১০৩.৭৭ পয়েন্ট কমে ৯ হাজার ৭৩৪.৭০ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৩১.৩২ পয়েন্ট কমে ১২ হাজার ২৯৩.৮৭ পয়েন্টে। সিএসইতে ২৫৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মধ্যে ২৭টির দর বেড়েছে, কমেছে ১৯৮টির এবং ৩৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৪১ লাখ ৮১ হাজার ৮৩০টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে মোট ১৪ কোটি ৭১ লাখ ১৭ হাজার ২০৪ টাকা বাজার মূল্যে।

 


আরো সংবাদ



premium cement
পাকিস্তান টেস্ট দলের কোচের দায়িত্ব ছাড়লেন গিলেস্পি চৌগাছায় গৃহবধূ রাবেয়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার সিরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ৯০ শতাংশ ধ্বংস করার দাবি ইসরাইলের ইজতেমা ময়দানে সা’দপন্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা চেয়ে স্মারকলিপি প্রদান ‘শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন ক্যারিশম্যাটিক লিডার’ ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ২৪১ গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত শহীদ বুদ্ধিজীবীদের আদর্শের দেশ গড়তে পারলেই তাদের আত্মত্যাগ সার্থক হবে : রাষ্ট্রপতি বানিয়াচংয়ে ট্রাকচাপায় মোটরসাইকেলআরোহী নারী নিহত নটরডেমে ফিরছে যিশু খ্রিষ্টের ‘কাঁটার মুকুট’ দরদ লাগলে হাসিনাকে ভারতের কোনো প্রদেশের মুখ্যমন্ত্রী করুন : দুলু

সকল